Barasat Police: মেনে চলতে হবে এই ১৪ নিয়ম, তবে মিলবে নগদ পুরস্কার! মণ্ডপের ভিড় রুখতে পুলিশের অভিনব উদ্যোগ

Barasat: যে সমস্ত মণ্ডপ কালী পুজোতে পুলিশের এই ১৪টি নিয়ম মেনে চলবে তাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে অর্থমূল্য পুরস্কার হিসেবে দেওয়া হবে।

Barasat Police: মেনে চলতে হবে এই ১৪ নিয়ম, তবে মিলবে নগদ পুরস্কার! মণ্ডপের ভিড় রুখতে পুলিশের অভিনব উদ্যোগ
পুজো মণ্ডপগুলি মানতে হবে করোনা বিধি নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 9:47 AM

উত্তর ২৪ পরগনা: দুর্গাপুজোর পর ক্রমাগত বেড়ে গিয়েছে সংক্রমণ। যথেষ্ঠ তৎপর হয়েছে প্রশাসন। সংক্রমণ রুখতে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। এবার কালীপুজো(Kali Puja)। যাতে লাগাম ছাড়া সংক্রমণ না বৃদ্ধি হয় সেই কারণে কালী পুজোতে অভিনব উদ্যোগ নিল বারাসাত পুলিশ (Barasat Police)।

উত্তর ২৪ পরগনার বারাসতের কালীপুজোর নাম রয়েছে রাজ্যজুড়ে। প্রচুর মানুষের ভিড় হয় এই পুজো দেখার জন্য। এখন করোনাকালে সেই ভিড়ে কিছুটা দাড়ি পড়েছে। তবে এইবছর দুর্গাপুজোর সময় মানুষের ভিড় দেখেছে কলকাতা। সেইকারণে কালীপুজোতে যাতে একই পরিস্থিতি না হয় তাই পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

জানা গিয়েছে, যে সমস্ত মণ্ডপ কালী পুজোতে পুলিশের এই ১৪টি নিয়ম মেনে চলবে তাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে অর্থমূল্য পুরস্কার হিসেবে দেওয়া হবে।

তবে কী কী সেই ১৪টি নিয়ম?

জেলার পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, ১) শব্দ বাজি ফাটানো যাবে না ২) মণ্ডপ উদ্বোধন করতে হবে ভার্চুয়ালি।৩) খোলা রাখতে হবে মণ্ডপের তিনদিক। ৪) যে সমস্ত দর্শনার্থীরা দর্শন করতে আসবে তাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকতে হবে। ৫) ভেতরে স্যানিটাইজ়েশনের ব্যবস্থা থাকতে হবে।৬) মণ্ডপের প্রবেশ এবং প্রস্থান দ্বার দু’টি আলাদা করতে হবে।এরকমই প্রায় ১৪ টি নিয়ম মেনে যেসব মণ্ডপ পুজো সম্পন্ন করবে তাদের মধ্যে থেকেই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বেছে নেব। এতে মানুষের একসঙ্গে কাছাকাছি চলে আসার সম্ভাবনা কমবে এবং প্রত্যেকেই পুরস্কার পাওয়ার প্রত্যাশায় এই নিয়মগুলো মেনে পুজো করবার চেষ্টা করবেন ।

অন্যদিকে, পুজোমণ্ডপগুলির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের এই নিয়ম মেনেই তাঁরা পূজা করবেন ।ইতিমধ্যেই তারা পুজোর বাজেট অনেক ছোটো করে নিয়েছেন যাতে বেশি মানুষের সমাগম না হয় । পাশাপাশি পুলিশকেও সাধুবাদ জানিয়েছেন পুজো মণ্ডপের কর্মকর্তারা।

উল্লেখ্য, রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। গতকাল আক্রান্তের সংখ্য়া ছিল ১৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩৯ জন। গতকাল মৃত্যু হয়েছে ২ জনের। শুধু করোনা নয়, ডেঙ্গিতেও জেরবার হয়ে গিয়েছে জেলা। প্রতিদিনই মশার কামড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আতঙ্ক বাড়ছে সাধারণ জনগণের মধ্যে।

এই মুহুর্তে উত্তর ২৪ পরগণা জেলায় ডেঙ্গি রোগীর সংখ্যা ৫০০ ছাড়ালো ।পুজোর পর একদিকে করোনা পজ়েটিভের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ।

আরও পড়ুন: Gariahat Double Murder Case: পুরোটাই প্ল্যানে চলছিল, টিকিও খুঁজে পাচ্ছিল না পুলিশ! মুম্বইতে ছোট্ট একটা ভুল করে বসে ভিকি, আর তাতেই জালে