TET: বয়স পেরিয়ে যাচ্ছে, আর কবে হবে নিয়োগ? মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও চাকরি পেলেন না টেট উত্তীর্ণরা, বিক্ষোভ
TET: নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় সংসদ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে অবস্থানে বসেন তাঁরা। আমরণ অনশনের ডাক দেন তাঁরা।
উত্তর ২৪ পরগনা: আমরণ অনশনের ডাক দিল ২০১৪ সালে টেট (TET) উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় সংসদ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে অবস্থানে বসেন তাঁরা। আমরণ অনশনের ডাক দেন তাঁরা।
অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার দুপুরে ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা বারাসত ডিপিএসসি অফিসে উপস্থিত হয়ে অনশনে বসেন। তাঁদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করা সত্ত্বেও এখনও পর্যন্ত শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়নি তাঁদের।
সরকারি নিয়ম অনুসারে, চাকরিতে নিয়োগের বয়স পেরিয়ে যাচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আগামী দিনে তাঁরা আর চাকরিতে বহাল হতে পারবেন না। অতএব অবিলম্বে তাদের নিয়োগের ব্যবস্থা করা না হলে এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান ।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই ২০১৪ সালে টেট উত্তীর্ণদের একটি তালিকা তৈরি করে ডেকে পাঠিয়েছে পর্ষদ। এই চাকরি প্রার্থীদের সকলেই অফলাইনে আবেদন জমা করেছিলেন। সেই আবেদনকে মান্যতা দিয়েই স্ক্রুটিনির জন্য ডেকে পাঠানো হয়েছে। আগামী ২৭ অক্টোবর (২৭.১০.২০২১) এই স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভা, অ্যাপটিটিউট টেস্ট হবে। বোসপুকুরে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, শিক্ষা ভবনে এই পর্ব চলবে। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত স্ক্রুটিনি হবে।
যাঁদের এই পর্বে ডাকা হয়েছে সকলেই ২০১৪ সালে টেট পাশ করেছেন। প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত। ২০২০ সালের ২৩ ডিসেম্বরের নিয়োগ সংক্রান্ত নোটিসের ভিত্তিতেই তাঁদের ডাকা হয়েছে।
২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের কারণে যে সমস্ত চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তাদের টেট উত্তীর্ণ ঘোষণা করা হয়, সেই উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাইয়ের জন্য সময় দেওয়া হয়। যদি অনলাইনে অসুবিধা হয় সেক্ষেত্রে ওই মামলাকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নথি জমা করতে পারবেন বলেও জানানো হয়। অনেকেই অফলাইনে তা জমা দেন।
২০১৪ সালের টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকার জন্য ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ভুল প্রশ্নের উত্তর যারা দিয়েছেন তাদের পূর্ণাঙ্গ নম্বর দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য আদালতের ভর্তসনার মুখেও পড়েন। এরপরই নিয়োগপর্ব নিয়ে কিছুটা তৎপরতা দেখাচ্ছে পর্ষদ।
আরও পড়ুন: Petrol Diesel Price Hike: লক্ষ্মীবারে সেঞ্চুরি পার ডিজেলের, নিজের মান বজায় রেখেছে পেট্রোলও!
আরও পড়ুন: Subrata Mukherjee: ৭২ ঘণ্টা পরও বিপন্মুক্ত নন, কেমন আছেন সুব্রত মুখোপাধ্যায়?