ভিডিয়ো: ‘দিদির দূতে’ নয়া বিতর্ক! খাদ্যমন্ত্রীর সামনেই চড় খেলেন বিজেপি কর্মী

Didir Doot: আজ দত্তপুকুরে ‘দিদির দূত’ কর্মসূচিতে যান মন্ত্রী রথীন ঘোষ। সাধারণ মানুষের কাছে সমস্যার কথা শুনছিলেন তিনি।

ভিডিয়ো: ‘দিদির দূতে’ নয়া বিতর্ক! খাদ্যমন্ত্রীর সামনেই চড় খেলেন বিজেপি কর্মী
মন্ত্রীর সামনেই চড় (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2023 | 1:31 PM

দত্তপুকুর: দত্তপুকুরে ‘দিদির সুরক্ষা কর্মসূচি’তে ধুন্ধুমার। মন্ত্রী রথীন ঘোষের সামনেই চড় মারার অভিযোগ। ‘দিদির দূত’ কর্মসূচিতে অভিযোগ জানাতে যান এক বিজেপি কর্মী। ঠিক সেই সময় মেজাজ হারিয়ে ওই ব্যক্তিকে মন্ত্রীর সামনেই সপাটে চড় মারেন তৃণমূল কর্মী। পরে গোটা ঘটনায় ক্ষমা চান মন্ত্রী রথীন ঘোষ।

কী ঘটেছে?
আজ দত্তপুকুরে ‘দিদির দূত’ কর্মসূচিতে যান মন্ত্রী রথীন ঘোষ। সাধারণ মানুষের কাছে সমস্যার কথা শুনছিলেন তিনি। এরপর এলাকার বিজেপি কর্মী নিজের অভাব-অভিযোগ জানাতে এসেছিলেন। ঠিক সেই সময় আচমকা চড় মারেন ওই তৃণমূল কর্মী, এমনটাই অভিযোগ উঠছে।

যদিও, প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষে গোটা অভিযোগ অস্বীকার করা হচ্ছিল। পরে ঘটনার ছবি সামনে আসতেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ওই ব্যক্তিকে (যিনি চড় খেয়েছেন) আলাদা করে ডাকেন। তাঁর সঙ্গে কথা বলেন। পরে ক্ষমাও চান তিনি।

এ দিকে, গোটা ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেখানে এই কর্মসূচিতে বলা হয়েছে ‘দিদির দূত’-রা সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন সেখানে এমন ঘটনা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

নিগৃহীত ব্যক্তি বলেন, “গায়ে হাত তুলল কেন? আমাদের লোকাল কমিটির লিস্ট দেখাতে এসেছিলাম। তখন হঠাৎ আমার গায়ে হাত তুলল। আমাকে মারল কেন বুঝতে পারলাম না।”

যদিও, মন্ত্রী রথীন ঘোষ বলেন, “আমার সামনে ঘটেনি। ৫০০ মিটার দূরে ঘটনা ঘটেছে। আর আমাদের দলের কর্মীরা এত শৃঙ্খলাহীন নয় যে আমার সঙ্গে এমন করবে। এটা আগে থেকেই ওদের ঝামেলা ছিল।”

বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “যে ঘটনা ঘটেছে তা নতুন কিছু নয়। যখন থেকে কর্মসূচির ঘোষণা করা হয়েছে তখন থেকেই মানুষ খুঁজছে তৃণমূল নেতাদের কাছে অভাব-অভিযোগ জানাবেন। এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে এরা কারোর কথা শোনেননা। সকলে ধমকান। দিদি নিজের পার্টির লোককে ধমক দেন, তেমনভাবে এরাও সাধারণ মানুষকে ধমকান।” অপরদিকে, ‘কর্মসূচিটা হল দিদির সুরক্ষা। সাধরণ মানুষের সুরক্ষার কথা বলেননি। আর এত বড় সাহস? মন্ত্রীর সামনেই এইভাবে চড় মারবে? শুধু তাই নয়, কেন অভিযোগ করছে সেই কারণেই এই সাহস।” অপরদিকে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “চড় মেরে ভুল করেছে। এখন দিদির দূতেরা কোথাও গেলে যে বিক্ষোভ দেখানো হচ্ছে এটা যেন খেলা হয়ে গিয়েছে।”