Barrackpore Biriyani Shop Firing: ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় হায়দরাবাদ থেকে গ্রেফতার মূল শ্যুটার-সহ ৪
Barrackpore Biriyani Shop Firing: জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে তোলা চেয়ে বেশ কয়েকবার বিরিয়ানির দোকানের মালিক বাপিকে হুমকি দিচ্ছিলেন সুজিত। এবং সেই হুমকিতে পাত্তা না দেওয়াতেই জেলে বসেই সুজিত বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে খুন করার ছক কষেন।
ব্যারাকপুর: ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে গুলি চালনার ঘটনায় হায়দরাবাদ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত শ্যুটার। এছাড়াও আরও ৩ জনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সোনু রাজভর। তিনি শার্প শ্যুটার, কাঁকিনাড়ার বাসিন্দা। ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালনার ঘটনায় ইতিমধ্যেই টিটাগড় মণীশ শুক্লা খুনে মূল অভিযুক্ত সুজিত রায়কে দমদম সেন্ট্রাল জেল থেকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তোলা চেয়ে বেশ কয়েকবার বিরিয়ানির দোকানের মালিক বাপিকে হুমকি দিচ্ছিলেন সুজিত। এবং সেই হুমকিতে পাত্তা না দেওয়াতেই জেলে বসেই সুজিত বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে খুন করার ছক কষেন। সেই মতো জেলে বসেই কাঁকিনাড়া বাসিন্দা সোনুকে সুপারি দেন খুন করার জন্য । এরপরই সোনু আরও দু’জনকে তাঁর সঙ্গী করে দুপুরবেলা বাইকে চেপে এলোপাথাড়ি গুলি চালান বিরিয়ানির দোকান লক্ষ্য করে।
ঘটনার পর সোনু হায়দরাবাদের একটি গোপন ডেরায় পালিয়ে যান। সেখানেই আত্মগোপন করেছিলেন তিনি। পুলিস সুজিতকে জিজ্ঞাসাবাদ করার পরই সোনুর কথা জানতে পারে। এরপরই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি টিম হায়দরাবাদ রওনা দেয় সোনুকে গ্রেফতার করার জন্য। পুলিশ সূত্রে খবর ভোররাতে তাঁকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ট্রানজিট রিমান্ডে সেখান থেকে শনিবার ব্যারাকপুরে নিয়ে আসা হবে। এরপর তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। বাইকে থাকা তাঁর সঙ্গে আরও দুজন সঙ্গীর খোঁজ চালানো হবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
প্রসঙ্গত, এই মাসের প্রথম দিকেই ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে ভরদুপুরে গুলি চালানোর ঘটনা ঘটে। আহত হন দোকানেরই দুই কর্মী। এক জনের বুকের পাঁজর ঘেঁষে বেরিয়ে যায় বুলেট। বুকে একটা মার্কার পেন থাকায় অল্পের জোরে বেঁচে যান তিনি। এই ঘটনার প্রথম থেকেই তোলাবাজির তত্ত্বই উঠে আসছিল। তদন্ত যত এগিয়েছে, বিষয়টি জোরাল হয়ে উঠেছে।