Basirhat Suicide: ‘ঘরের লোক’ জেনে গিয়েছিল সবটা, বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরা পড়তেই চরম সিদ্ধান্ত প্রেমিক-প্রেমিকার
Basirhat Suicide: পরিবার সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের হাড়োয়ার মাদারতলা এলাকার বাসিন্দা বছর পঁয়ত্রিশের শাহরুল মণ্ডল। কয়েকটা বাড়ির পরেই থাকতেন আকিলা বিবি। দু'জনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। দু'জনেই বিবাহিত। কিন্তু পরিবারকে লুকিয়ে দু'জনেই সম্পর্ক রাখছিলেন গোপনে।
বসিরহাট: দু’জনেই বিবাহিত। কিন্তু সংসারের বাইরে মন দিয়েছিলেন অন্য জনকে। পরিবারের সদস্যরা জেনে ফেলতেই বিপত্তি। শুরু হয় অশান্তি। শুরু হয় সামাজিক সম্মানের অবক্ষয়। অশান্তির হাত থেকে রেহাই পেতে বাড়িতে কীটনাশক খেয়ে ফেলেন যুবক। আর সে খবর জানতে পেরেই নিজের বাড়িতে অ্যাসিড খান প্রেমিকা। যুবক আপাতত মৃত্যুর সঙ্গে লড়ছেন। তবে যুবতীকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের মাদারতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আকিলা বিবি। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় শাহারুল মণ্ডল চিকিৎসাধীন আরজিকর হাসপাতালে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের হাড়োয়ার মাদারতলা এলাকার বাসিন্দা বছর পঁয়ত্রিশের শাহরুল মণ্ডল। কয়েকটা বাড়ির পরেই থাকতেন আকিলা বিবি। দু’জনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। দু’জনেই বিবাহিত। কিন্তু পরিবারকে লুকিয়ে দু’জনেই সম্পর্ক রাখছিলেন গোপনে।
পরিবারের সদস্যরা বিষয়টি ইদানীং জানতে পেরে যান। তারপর থেকেই পরিবারে শুরু হয় অশান্তি। সোমবার রাতে বাড়িতে কীটনাশক খান শাহরুল। তাঁকে দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশীদের মারফত সে খবর শুনতে পান আকিলাও। তিনি নিজের ঘরে ঢুকে অ্যাসিড খেয়ে নেন। তাঁকেও ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দু’জনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আকিলাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।