Birth Certificate: নকল জন্ম সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে পৌরসভা?
Bangaon: বস্তুত, জাল পাসপোর্ট নিয়ে রাজ্য জুড়ে তীব্র জল্পনা চলছে। জোরকদমে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। গ্রেফতারও হয়েছেন একাধিক। ইতিমধ্যে পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের কী করণীয় সে ব্যাপারে নয়া নির্দেশিকা পৌঁছল জেলা ও কমিশনারেটগুলিতে। সূত্রের খবর, স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে পাঠানো হয়েছে এই নয়া নির্দেশিকা। এরই মধ্যে দেখা গেল জন্ম সার্টিফিকেটে জালিয়াতির বিষয়টি।
বনগাঁ: পুর নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বনগাঁ পুরসভার। এবার নকল জন্ম সার্টিফিকেট বানানোর অভিযোগ উঠল ওই পুরসভার বিরুদ্ধে। পাসপোর্ট তৈরি করার আগে জন্ম সার্টিফিকেট প্রয়োজন। আর সেই জন্ম সার্টিফিকেট নকল করার ক্ষেত্রে সবথেকে শীর্ষে কদম্বগাছি পঞ্চায়েত। বারাসত পৌরসভার নামও জড়িয়েছে এই ফেক জন্ম সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে। এবার নাম আসল বনগাঁ পৌরসভার।
বস্তুত, জাল পাসপোর্ট নিয়ে রাজ্য জুড়ে তীব্র জল্পনা চলছে। জোরকদমে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। গ্রেফতারও হয়েছেন একাধিক। ইতিমধ্যে পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের কী করণীয় সে ব্যাপারে নয়া নির্দেশিকা পৌঁছল জেলা ও কমিশনারেটগুলিতে। সূত্রের খবর, স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে পাঠানো হয়েছে এই নয়া নির্দেশিকা। এরই মধ্যে দেখা গেল জন্ম সার্টিফিকেটে জালিয়াতির বিষয়টি।
যদিও বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বলেন, “হাসপাতাল এবং নার্সিংহোম থেকে যে তালিকা আসে, সেই তালিকা ছাড়া আমাদের এখান থেকে আর কোনও জন্ম সার্টিফিকেট ইস্যু হয় না। আর আমরা ইস্যু করি না বলেই ওই সার্টিফিকেটগুলো জাল। এ বিষয়ে গোয়েন্দাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।” একই দাবি বনগাঁ পৌরসভার বিরোধী দলনেতা দেবদাস মণ্ডলের। তিনি বলেন, “গোয়েন্দাদের সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু বনগাঁ পৌরসভা যে এ বিষয়ে সম্পূর্ণ নির্দিষ্ট তাদের কি প্রমাণ করতে হবে।”