BJP Leader Arrested: গুলি বিক্রি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার ২ বিজেপি নেতা

BJP Leader Arrested: পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর। অভিযোগ, শনিবার রাত্রিবেলা বাইকে চড়ে ব্যাগ ভর্তি করে গুলি নিয়ে আসেন। জানা যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে তাঁরা নিয়ে এসেছিল।

BJP Leader Arrested: গুলি বিক্রি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার ২ বিজেপি নেতা
গ্রেফতার হওয়া দুই বিজেপি নেতাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 12:38 PM

অশোকনগর: গ্রেফতার দুই বিজেপি নেতা (BJP)। ব্যাগ ভর্তি গুলি বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। ধৃতদের রবিবার বারাসত আদালতে তোলা হয়েছে। যদিও, তাঁদের দাবি ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর। অভিযোগ, শনিবার রাত্রিবেলা বাইকে চড়ে ব্যাগ ভর্তি করে গুলি নিয়ে আসেন। জানা যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে তাঁরা সেগুলি নিয়ে এসেছিলেন।

উদ্ধার হওয়া গুলি

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই দুই বিজেপি নেতা অশোকনগর সেনডাঙার বাসিন্দা। তাঁরা গতকাল একটি পালসার বাইকে চড়ে প্রায় ৪০ রাউন্ড গুলি নিয়ে গোবরডাঙ্গা থানার প্রতাপনগর এলাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে মসলন্দপুর ফাঁড়ির বড়বাবু রাখেহরি ঘোষের নেতৃত্বে পুলিশ ওই দুজনকে আটক করে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করে গুলি।

ধৃতদের রবিবার বারাসত আদালতে পাঠানো হয়। যদিও বিজেপি নেতার দাবি ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সেনডাঙ্গা এলাকায় বেশ খারাপ ফল হয়েছে তৃণমূলের সেই কারণেই প্রতিশোধ নিতে পুলিশকে দিয়ে ফাঁসানো হয়েছে এমনটাই স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও, এই বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।