Sukanta Majumder: সুকান্তর র্যালির আগে উদ্ধার বোমা, পুলিশ বলল সুতলি
Sukanta Majumder: বিজেপির রাজ্য সভাপতির মিছিলের আগেই বোমাতঙ্ক ব্যারাকপুর লালকুঠিতে। যদিও, পুলিশের দাবি কেউ সুতলি পেঁচিয়ে বোমার ভয় দেখানোর জন্য রেখে গিয়েছে। তবে চট জলদি পুলিশ বোমাটি নিষ্কৃয় করে ফেলেছে।
ব্যারাকপুর: বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের র্যালি ছিল ব্যারাকপুরে। তার আগেই একটি বাসের বনেটর উপর থেকে বোমা উদ্ধার করল পুলিশ। বিজেপির রাজ্য সভাপতির মিছিলের আগেই বোমাতঙ্ক নিয়ে আতঙ্ক ছড়াল লালকুঠীতে। যদিও, পুলিশের দাবি কেউ সুতলি পেঁচিয়ে বোমার ভয় দেখানোর জন্য রেখে গিয়েছে। তবে চট জলদি পুলিশ বোমাটি নিষ্কৃয় করে ফেলেছে।
স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “তৃণমূলের আগে থেকেই প্ল্যানিং ছিল আমাদের মিছিলে কিছু একটা গন্ডগোল করার। সেটা পুলিশ উদ্ধার করে পালাচ্ছে। আমরা তো বম্ব বিশেষজ্ঞ নই। কিন্তু এটা দেখে তো বোমাই মনে হচ্ছে। আমাদের আতঙ্ক লাগছে।”
এ দিকে, আজ ব্যারাকপুরে বিজেপি সাংসদের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে। বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপির কর্মী ও সমর্থকরা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করতে হয় পুলিশকে। এমনকী ব্যবহার করা হয় জলকামানও।গোট বিষটি নিয়ে প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমাদের কর্মীদের মাথায় মেরেছে। মহিলাদের পর্যন্ত মেরেছে। আমায় ঢিল ছুড়েছে। যে পুলিশ বোমা ধরতে পারে না সেই পুলিশের কী বীরত্ব।”