BJP Rally: ইটবৃষ্টির জবাবে জলকামান, টিয়ার গ্যাস! রণক্ষেত্র ব্যারাকপুর, বিজেপির মিছিলে অ্যাকশন মোডে পুলিশ

BJP Rally: ব্যারাকপুরের লালকুঠির কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করতেই ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপির কর্মী ও সমর্থকরা। মিছিল থেকে মুহুর্মুহু উঠতে থাকে 'জয় শ্রীরাম' ও 'ভারত মাতা কি জয়' স্লোগান।

BJP Rally: ইটবৃষ্টির জবাবে জলকামান, টিয়ার গ্যাস! রণক্ষেত্র ব্যারাকপুর, বিজেপির মিছিলে অ্যাকশন মোডে পুলিশ
বিজেপির মিছিলে অ্যাকশন মোডে পুলিশImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 3:54 PM

ব্যারাকপুর: ব্যারাকপুরে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সোমবার দুপুরে মিছিলের ডাক দিয়েছিল পদ্ম শিবির। ব্যারাকপুরের লালকুঠির কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করতেই ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপির কর্মী ও সমর্থকরা। মিছিল থেকে মুহুর্মুহু উঠতে থাকে ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।

পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছে যায়, তাতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কড়া পদক্ষেপ করে পুলিশও। আগে থেকেই প্রস্তুত রাখা ছিল জলকামান। সেই জলকামান ব্যবহার করে মিছিলের ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। আপাতত বিজেপির এই মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে ব্যারাকপুরে। রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। জলকামান ব্যবহার করে, লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ব্যস্ত পুলিশকর্মীরা। প্রসঙ্গত, এদিন সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল শুরুর আগেই ব্যারাকপুরে একটি বাসের বনেটের উপর থেকে বোমা উদ্ধার হয়েছিল। সেই নিয়েও একপ্রস্থ উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছিল। এরপর পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ জলকামান ব্যবহার শুরু করেই ভিড়ের মধ্যে থেকে ইটবৃষ্টিও শুরু হয় বলে জানা যাচ্ছে। রাস্তার উপর পড়ে রয়েছে বড় বড় পাথরের টুকরো। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে কাদানে গ্যাসের শেলও ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ ও বিজেপির কর্মী-সমর্থকদের বচসা ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা তৈরি হয়েছে ব্যারাকপুরের লালকুঠি এলাকায়।