Post Poll Violence: খুনের মামলায় অভিযুক্তদের না পেয়ে বাড়িতে নোটিস সাঁটিয়ে দিল সিবিআই
Post Poll Violence: তিন সদস্যের টিম প্রথমে জগদ্দল থানায় আসেন। তারপর সেখান থেকে তাঁরা অভিযুক্ত ওই পাঁচজনের বাড়িতে যান। কিন্তু কাউকেই বাড়িতে পায়নি সিবিআইয়ের টিম।
জগদ্দল: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন দুপুরে বাড়ির কাছেই খুন হয়েছিলেন জগদ্দলের পুরানী তলাব এলাকার বাসিন্দা আকাশ যাদব। সেই ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর একাধিকবার মৃতের বাড়িতে এবং পাড়ায় এসে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে এবার আদালতে হাজিরার নোটিশ দিল সিবিআই।
ওই খুনের ঘটনার পর থেকেই বেপাত্তা পাঁচ অভিযুক্ত সাগর দাস, পঙ্কজ দাস ওরফে সাহিল, গুড্ডু যাদব ও সুমিত যাদব। ব্যারাকপুর আদালতে শেষ হাজির দেওয়ার দিন ছিল ২১ ডিসেম্বর। কিন্তু অভিযুক্তরা সেদিন আদালতে গরহাজির ছিলেন। মঙ্গলবার দুপুরে সিবিআইয়ের তিন সদস্যের টিম প্রথমে জগদ্দল থানায় আসেন, তারপর সেখান থেকে তাঁরা অভিযুক্ত ওই পাঁচজনের বাড়িতে যান। কিন্তু কাউকেই বাড়িতে পায়নি সিবিআইয়ের টিম।
গোয়েন্দা অফিসারেরা ওই পাঁচজনের বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে দেন। নোটিসে উল্লেখ করা হয়, আগামী ২১ জানুয়ারি ওই পাঁচজনকে ব্যারাকপুর আদালতে হাজিরা দিতে হবে। যদিও গুড্ডুর বোন সুমনের দাবি, দাদা ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। দাদাকে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন: কংগ্রেসের পতাকা লাগালে প্রাণনাশের হুমকি, কাঠগড়ায় তৃণমূল! উত্তপ্ত ২৬ নম্বর ওয়ার্ড
এ দিকে মঙ্গলবারই, ভোট পরবর্তী হিংসায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে বিজেপি কর্মী নির্মল মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতদের কোনও রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। গত ২০ মে, নির্মল মণ্ডল নামের এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে । স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ওই কর্মীর স্ত্রীও। এমনকী, তাঁর বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে শাসক শিবির।