Bongaon School: ‘সঠিক সময়ে স্কুলে আসেন না, ক্লাস নেন না, প্রতিবাদ করলেই সুন্দরবনে বদলির হুমকি’, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের স্বামী

Bongaon School: স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি। অমিতাভ দাসের অপসারণ চেয়ে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা । অমিতাভ দাশ বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বন্ধনা দাস কীর্তনীয়ার স্বামী ।

Bongaon School: 'সঠিক সময়ে স্কুলে আসেন না, ক্লাস নেন না, প্রতিবাদ করলেই সুন্দরবনে বদলির হুমকি', কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের স্বামী
ডান দিকে তৃণমূল কাউন্সিলরের স্বামী অভিযুক্ত শিক্ষকImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 10:51 AM

বনগাঁ: স্কুলের প্রধান শিক্ষিকা ও শিক্ষকদের হুমকি ও হেনস্থার অভিযোগ সহ-শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্বামী। উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনি গার্লস স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকরা বৃহস্পতিবার বনগাঁ থানায় গণ-আবেদন পত্র জমা দিলেন। সহশিক্ষক অমিতাভ দাসের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন তাঁরা। অভিযোগ, অমিতাভ দাস দীর্ঘদিন ধরে স্কুলের সহ-শিক্ষক শিক্ষিকাদের নানা রকম হুমকি দিয়ে আসছেন। এই বিষয়ে স্কুল এসআই ও এআইএ-এর কাছে আগেই অভিযোগ জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা । বুধবার স্কুলের শিক্ষিকারা এক যোগে প্রতিবাদ জানালে সকালে স্কুলে প্রার্থনা চলাকালীন ছাত্রী ও অভিভাবকদের সামনেই অভব্য আচরণ করেন অভিযুক্ত। অভিযোগ, সহ শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তেড়ে মারতে যান অমিতাভ দাস ।

স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি। অমিতাভ দাসের অপসারণ চেয়ে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা । অমিতাভ দাশ বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বন্ধনা দাস কীর্তনীয়ার স্বামী ।

কুমুদিনি বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা মলিনা শিকদার জানিয়েছেন, অমিতাভ স্কুলে সঠিকভাবে ক্লাস করান না। তাঁর স্ত্রী জনপ্রতিনিধি। ওয়ার্ডে অনেক কাজ থাকে সেই কারণে তিনি সঠিক টাইমে স্কুলে আসেন না । স্কুলের প্রার্থনা চলাকালীন এক শিক্ষিকার উপরে চড়াও হন বলেও অভিযোগ।

অভিযোগ, কোনও শিক্ষক-শিক্ষিকা কিছু বললে অমিতাভ সুন্দরবন বদলি করিয়ে দেবেন বলেও হুমকি দিতে থাকেন। পাল্টা কাউন্সিলরের বক্তব্য, তাঁর স্বামীকেই স্কুলে নানাভাবে হেনস্থা করা হয়েছে। তাঁকে মারা হয়েছে বলেও অভিযোগ। স্কুলের অপ্রীতিকর ঘটনার পর তাঁর স্বামী অসুস্থ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় বলেও দাবি কাউন্সিলরের।