COVID19 Vaccination: সুখবর! এই শর্ত মানলেই মিলবে পুরসভার হোল্ডিং ট্যাক্সে ছাড়
Habra: শর্ত মানলেই মিলবে ছাড়, টিকাকরণে নয়া উদ্যোগ পুরসভার।
উত্তর ২৪ পরগনা: গোটা পরিবারের টিকাকরণ (COVID19 Vaccination) হলেই মিলবে করে ছাড়। পুরসভার হোল্ডিং ট্যাক্সে বড়সড় ছাড় পাবেন করদাতারা। শুধু মানতে হবে একটি শর্ত। গোটা পরিবারের করোনা টিকার দুটি ডোজ নিতে হবে। গান্ধী মৃত্যু দিবসে বড় ঘোষণা করল হাবড়া পুরসভার মুখ্য প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা।
বঙ্গে করোনা সংক্রমণ অব্যাহত। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, টিকাকরণে অনীহা রয়েছে আমজনতার। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে প্রথম ডোজ নেওয়ার পর আর দ্বিতীয় ডোজ়টি (2nd Dose of COVID19 Vaccine) নিতে চাইছেন না অনেকেই। তাই, টিকাকরণ সম্পূর্ণ করালেই হোল্ডিং ট্যাক্সে ছাড় মিলবে এমনটাই ঘোষণা করল হাবড় পুরসভা।
সাংবাদিক সম্মেলন করে পৌর প্রশাসক জানান, “পৌরসভার মানুষদের ভেতর যেভাবে আমরা দেখেছি করোনার প্রথম টিকা নেওয়ার ক্ষেত্রে উৎসাহ ছিল। কিন্তু দ্বিতীয় টিকাটি নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে প্রচুর মানুষের মধ্যে। সেই কারণেই আমরা পৌরসভার বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিই করোনার দ্বিতীয় টিকা নেওয়ার উৎসাহ জোগাতে আমরা পৌরসভার হোল্ডিং ট্যাক্স ২৫ শতাংশ ছাড় দেব। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে হোল্ডিং ট্যাক্স দিতে হবে পৌরসভাকে সেই ট্যাক্স দেওয়ার সময় পরিবারের সকলের ভ্যাকসিনের কাগজ জমা দিলে মিলবে ২৫ শতাংশ ছাড়। হাবড়া পৌরসভার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চলছে করোনা টিকা দেওয়ার কাজ সকলে দ্বিতীয় করোনা টিকা নিয়ে নিক তার জন্যই এই ছাড়ের ব্যবস্থা করা।”
উল্লেখ্য, রাজ্যে সামান্য কমেছে দৈনিক করোনা সংক্রমণ (Covid19)। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona in Bengal) সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। পজিটিভিটি রেট নেমেছে ৬.০০ শতাংশে। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৫০ জন। সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৮৫টি।
রবিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৮৭ লক্ষ ১৩ হাজার ৪৯৪-এ। কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭। দেশের মোট আক্রান্তের ৪.৯১ শতাংশ।
আরও পড়ুন: Dharmatala Bus Accident: বৈধ নথি ছাড়াই চলছিল ঘাতক মিনিবাস, হাওড়া থেকে গ্রেফতার চালক সরফরজ
আরও পড়ুন: Dilip Ghosh: ‘ব্যারাকপুরে বোম পড়লে, খুন হলেই অর্জুনের নাম ওঠে, ওঁর কি এজেন্সি আছে?’