কাঁচড়াপাড়ায় উদ্ধার কাটা হাত, পা, মেলেনি দেহ

কে বা কারা এমন নৃশংস খুন করল, তা এখনও জানতে পারেনি পুলিশ।

কাঁচড়াপাড়ায় উদ্ধার কাটা হাত, পা, মেলেনি দেহ
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 11:38 PM

কাঁচড়াপাড়া: ফের কাঁচড়াপাড়ায় উদ্ধার দেহ। পচা গলা দেহ উদ্ধারের পর এ বার দেহাংশ উদ্ধার হল কাঁচড়াপাড়ায়। তবে দেহের অন্যান্য অংশ পাওয়া যায়নি এখনও। আজ, সোমবার কাঁচরাপাড়া সিটি বাজার সাউথ কলোনি রেল কোয়ার্টারে ড্রেন থেকে টুকরো টুকরো অবস্থায় দেহ উদ্ধার করল পুলিশ।

দুটো পা, দুটো হাত উদ্ধার হলেও এখনও পাওয়া যায়নি মাথা ও দেহের বাকি অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং বীজপুর থানার আইসি সহ বিশাল পুলিশবাহিনী। কিভাবে এত নিশংস ভাবে খুন করা হল, সেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দেহের অন্যান্য অংশ কোথায়, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: বিধানসভায় লাভলি, সোহমরা কে কার পাশে বসবেন, আসন বণ্টনে এবার নয়া ফর্মুলা

এলাকার এ্ক বাসিন্দা জানান, একটি দেহাংশ দেখতে পান তাঁরা। দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহাংশ উদ্ধার করে। এলাকায় কোনও ব্যক্তি নিখোঁজ আছেন কি না, তা এখনও জানা যায়নি।