Dengue Death: এই প্রথম দমদমে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু

Dengue Death: জানা গিয়েছে, দমদম পুরসভার উত্তর বাদরা এলাকার বাসিন্দা সিদ্ধার্থ। সোমবার জ্বর নিয়ে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। যুবকের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে।

Dengue Death: এই প্রথম দমদমে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু
ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 1:52 PM

দমদম: কিছুতেই যেন দমানো যাচ্ছে না এডিস মশার উৎপাত। পুজোর আগে ক্রমেই বেড়েই যাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যা। এবার দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের। মৃতের নাম সিদ্ধার্থ বালা (২৫)। এই প্রথম দমদমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু খবর সামনে এসেছে।

জানা গিয়েছে, দমদম পুরসভার উত্তর বাদরা এলাকার বাসিন্দা সিদ্ধার্থ। সোমবার জ্বর নিয়ে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। যুবকের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। এলাকাবাসীর বক্তব্য, জায়গায়-জায়গায় যত্রতত্র পড়ে থাকে ময়লা আবর্জনা। বেহাল রস্তায় জমে জল। নিকাশি ব্যবস্থাও খারাপ। সেই কারণেই বাড়ছে মশার উৎপাত।

তবে দমদমে প্রথম মৃত্যু হলেও দক্ষিণ দমদমে উদ্বেগ বাড়চ্ছে ডেঙ্গি। সেখানে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এ দিকে, ডেঙ্গি রুখতে তৎপর নবান্ন। হাসপাতালে যথাযথ চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি মোকাবিলায় গ্রাম-শহরে খুলছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। প্রকোপ কমাতে জারি একাধিক নির্দেশিকা। ডেঙ্গি পরীক্ষায় জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।অপরদিকে, ৬৮টি হটস্পট মাথাব্যথা নবান্নের। নজরে ২১টি ব্লক, ৩০টি পঞ্চায়েত, ১৩টি পুরসভা। পরিসংখ্যান বলছে, ৬৮টি হটস্পট থেকেই রাজ্যের ৯০ শতাংশ ডেঙ্গি‌। এনটোমোলজিক্যাল সার্ভের ভিত্তিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।