JMB Terrorist Arrest: লিভ ইন সম্পর্ক, যে কোনও ঘরোয়া অনুষ্ঠানের ‘মধ্যমণি’, ডানলপের আবাসনের ‘হ্যান্ডসাম’ তমালই কিনা নাশকতার চক্রী!
JMB Terrorist Arrest: দৃশ্যত কোনও কর্পোরেট চাকুরজীবী। সঙ্গে ছিল সুদর্শনা এক মহিলাও। পরিচয় দিয়েছিল স্ত্রী হিসাবে। কিন্তু সেই কী না জঙ্গি!
উত্তর ২৪ পরগনা: সুদর্শন চেহারা, ভদ্র আচরণ, মৃদু ভাষী, সদা হাস্যমান! সিঁড়ি-লিফটে উঠতে নামতে আবাসনের সকলের সঙ্গেই সৌজন্য বিনিময় করত। আবাসনের সব অনুষ্ঠানে যোগও দিত নিয়ম করে। দৃশ্যত কোনও কর্পোরেট চাকুরজীবী। সঙ্গে ছিল সুদর্শনা এক মহিলাও। পরিচয় দিয়েছিল স্ত্রী হিসাবে। কিন্তু সেই কী না জঙ্গি! এখনও বিশ্বাসই করতে পারছেন না বেলঘরিয়ার ডানলপ নর্দান পার্কের অভিজাত আবাসনের বাসিন্দারা।
মঙ্গলবার যখন তদন্তকারীরা এসেছিলেন ফ্ল্যাটে, তখনও অনান্য আবাসিকরা বুঝতেই পারেননি তাঁরা আদতে কারা? কেনই বা প্রতিবেশী তমাল চৌধুরীর ফ্ল্যাটে এসেছেন তাঁরা? কানাঘুষো শুনতে পাচ্ছিলেন। কিন্তু নিজের কানকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে তদন্তকারীদেরই আলোচনা কানে আসায় যেন আকাশ ভেঙে পড়ে তাঁদের মাথায়। তমাল কিনা জঙ্গি! একেবারে জেএমবি জঙ্গির সক্রিয় সদস্য!
প্রসঙ্গত, মঙ্গলবার বেলঘরিয়ার ডানলপ নর্দান পার্ক থেকে ধরা পড়ে বাংলাদেশের জঙ্গি নূরনবি। জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় তাকে। নূরনবি তমাল চৌধুরী পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে থাকত। বাংলাদেশের গোয়েন্দা দফতর থেকে ইন্টারপোলে খবর আসে, এই জঙ্গি নূরনবি ডানলপ এলাকায় নর্দান পার্কে একটি আবাসনে রয়েছে। এক মহিলার সঙ্গে লিভ ইনও করত সে।
কলকাতা গোয়েন্দা অফিসার ও বরানগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডানলপের এই আবাসনে হানা দেয় মঙ্গলবার। হাতেনাতে গ্রেফতার করে নূরনবিকে। বাংলাদেশের বিভিন্ন থানায় তার নামে পঁচিশটি নাশকতামূলক অভিযোগ রয়েছে। এই ঘটনা এলাকায় জানাজানি হতেই চাঞ্চল্য আবাসনে।
এলাকায় শুরু হয়েছে চরম গুঞ্জন। আবাসনের সামনে ভিড় জমাচ্ছেন অত্যুৎসাহীরা। গলির মুখে দাঁড়িয়ে চলছে কানাঘুষো। এদিকে অপরিচিত ব্যক্তি দেখলেই নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা। কেউই বিশেষ মুখ খুলতে চাইছেন না, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার ভয়ে।
যে ফ্ল্যাটে থাকত নূরনবি, ঠিক তার উল্টোদিকের ফ্ল্যাটের এক মহিলা আবাসিক বললেন, “আমরা তো বিশ্বাসই করতে পারছি না। এতো ভালো ব্যবহার, এত সুন্দর কথাবার্তা। কীভাবে সম্ভব। মেয়েটাকে তো নিজের স্ত্রীই বলত ও। দেখা হলেই বলত, কাকিমা ভালো আছেন? নিজেকে তো বাঙালি বলেছিল। ভাবা যায় এও সম্ভব!”
বুধবারও এলাকার আবাসনে জিজ্ঞাসাবাদ করার জন্য সিআইডির প্রতিনিধিদল ও বরানগর থানার পুলিশ আসে। নূরনবি ওরফে তমাল চৌধুরীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা দফতরের অফিসারেরা। এর সঙ্গে অন্য কোন জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। জাল নথি তৈরি করে এই আবাসনে কীভাবে এতদিন সে বসবাস করলেও, এই নিয়েও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা