Khardaha Assembly Election Result 2021 Live Update in Bengali: খড়দহ বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

Khardaha Assembly Election Result 2021 Live Update in Bengali: খড়দহের জমি কার? বাম-রাম- না ঘাসফুলের?

Khardaha Assembly Election Result 2021 Live Update in Bengali: খড়দহ বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 1:30 PM

২৯৪ কেন্দ্রে নির্বাচন শেষ এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলায় খড়দহ বিধানসভা কেন্দ্র (Khardaha Assembly Seat)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) এই আসন থেকে তৃণমূল (TMC) প্রার্থী করে কাজল সিনহা (Kajal Sinha)-কে। কিন্তু ভোটগ্রহণের আগে করোনায় তাঁর মৃত্য হয়। এদিকে বিজেপি (BJP) টিকিট দিয়েছে শীলভদ্র দত্ত (Shilbhadra Datta)-কে। আর সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম (CPIM) প্রার্থী এখানে দেবজ্যোতি দাস (Debajyoti Das)। সব মিলিয়ে মোট ৮ জন প্রার্থী এই আসন থেকে লড়াই করেছেন।

উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০১৬ বিধানসভা নির্বাচনে খড়দহ

গত দুটি বিধানসভা ভোটে খড়দহ আসন ধরে রেখেছে তৃণমূল। বছর ধরে উত্তর ২৪ পরগনা জেলার এই বিধানসভা আসনটি তৃণমূলের দখলে রয়েছে। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন তৃণমূল প্রার্থী অমিত মিত্র। সিপিএম প্রার্থী অসীম কুমার দাশগুপ্তকে ২১,২০০ ভোটে পরাজিত করেন। অমিত মিত্রের প্রাপ্ত ভোট ছিল ৮৩,৬৮৮ এবং অসীম বাবু পেয়েছিলেন ৬২,৪৮৮। এই কেন্দ্রে তৃতীয় স্থানে ছিল বিজেপি। তাদের প্রাপ্ত ভোট ছিল ১৬ হাজারের আশেপাশে।

মোট ভোটারের সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,০৪,৮৭৪। গত বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৬৮,৬৬৬ জন। এখানকার ২২৯টি বুথে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছিল।

খড়দহ বিধানসভা কেন্দ্রে প্রথমবার ভোট পড়েছিল ১৯৫৭ সালে। যেখানে জয়ী হয়েছিলেন পিএসপি প্রার্থী। তারপর এই বিধানসভা কেন্দ্রে ছিল সিপিএমের প্রভাব। ১৯৭৭ সাল থেকে ২০০৬ সাল, পরপর এই বিধানসভা কেন্দ্রে ভোটে জিতেছে সিপিএম।

বিগত নির্বাচনের পরিসংখ্যান

বিধায়ক: অমিত মিত্র মোট প্রাপ্ত ভোট: ৮৩,৬৮৮ মোট ভোটার: ২০৪৮৭৪ ভোট শতাংশ: ৮২.৩৩ শতাংশ মোট প্রার্থী: ৫