বন্দুক হাতে ঘুরে প্রকাশ্যেই ঘুরছে তৃণমূল কর্মীরা, দেগঙ্গা বেআব্রু গোষ্ঠী কোন্দল
অঞ্চল সভাপতি আর পঞ্চায়েত প্রধানের দ্বন্দ্বে আরও একবার বেআব্রু হল তৃণমূলের সংগঠন। দেগঙ্গার চাঁপাতলা গোসাইপুর এলাকার ঘটনা।
উত্তর ২৪ পরগনা: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গা। প্রকাশ্যেই অস্ত্র হাতে দাঁপিয়ে বেড়াতে দেখা গেল যুবকদের। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দানা বাঁধল বিতর্ক। অঞ্চল সভাপতি আর পঞ্চায়েত প্রধানের দ্বন্দ্বে আরও একবার বেআব্রু হল তৃণমূলের (TMC) সংগঠন। দেগঙ্গার চাঁপাতলা গোসাইপুর এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁপাতলা অঞ্চল সভাপতি হাজি আব্দুর রাজ্জাকের অনুগামীর বাড়িতে হামলাকে ঘিরে ঘটনার সূত্রপাত। আঙুল ওঠে চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর দলবলের দিকে। চাঁপাতলা অঞ্চলের ৩৪ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেসের কনভেনার সেখ শহিদুল ইসলামের অভিযোগ, তার জামাইকে মারধর করেন হুমায়ুন রেজা চৌধুরী। একাধিক মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ।
পঞ্চায়েত প্রধানের দাদা বন্দুক হাতে বাড়ির মহিলাদের উপরে চড়াও হয় এবং শ্লীলতাহানি করে বলেও অভিযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন রেজা চৌধুরী। তাঁর বক্তব্য, শেখ মমিনউল্লাহ নামে গাঙনিয়ার যুবক এলাকায় সমাজবিরোধী নামে পরিচিত। তার নামে একাধিকবার থানা থেকে শুরু করে প্রশাসনিক দফতরের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল সিবিআই
শনিবার রাতে এলাকার এক ভ্যান চালকে সে মারধোর করে এবং আমার নামেগালাগালি করে। গ্রামবাসীরাই তাঁর বাড়িতে চড়াও হন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।