Civic Volunteer: সম্পত্তির জন্য মা-বাবার উপর অত্যাচার, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়র

Civic Volunteer: অভিযুক্ত ছেলের নাম সুমিত অধিকারী। তিনি পেশায় সিভিক ভলান্টিয়র। হাবরা থানাতেই কর্মরত সুমিত। তাঁরই মা-বাবা দাবি করেছেন, ছেলে ও বৌমা দীর্ঘদিন অত্যাচার চালিয়ে যাচ্ছেন। সম্পত্তি লিখে দেওয়ার জন্য  চাপ দিচ্ছেন দীর্ঘদিন ধরে।

Civic Volunteer: সম্পত্তির জন্য মা-বাবার উপর অত্যাচার, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়র
সুমিত অধিকারীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2024 | 8:01 PM

হাবরা: সম্পত্তির জন্য প্রবল চাপ। বৃদ্ধ মা-বাবাকে অত্যাচারের অভিযোগ। সিভিক ভলান্টিয়ারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল মা-বাবা ও বোন। হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের।

অভিযুক্ত ছেলের নাম সুমিত অধিকারী। তিনি পেশায় সিভিক ভলান্টিয়র। হাবরা থানাতেই কর্মরত সুমিত। তাঁরই মা-বাবা দাবি করেছেন, ছেলে ও বৌমা দীর্ঘদিন অত্যাচার চালিয়ে যাচ্ছেন। সম্পত্তি লিখে দেওয়ার জন্য  চাপ দিচ্ছেন দীর্ঘদিন ধরে। তা লিখে না দিলে মারধর এবং নগদ টাকা না দিলে অকথ্য গালিগালাজ ও মারধর করছে তাঁরা। বাড়ির অশান্তি মিটিয়ে দেওয়ার জন্য দিদি বাড়িতে গেলে, অভিযোগ তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ ওঠে। সহ্য করতে না পেরে অবশেষে হাবরা থানার দারস্থ বৃদ্ধ মা ও বাবা। এর আগে দিদি হাবরা থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনও রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

এ প্রসঙ্গে সিভিক ভলেন্টিয়ারের মা জানান, “ছেলে পুলিশের নাম করে হুমকি দিচ্ছে। তাঁর নামে কোথাও অভিযোগ করলে কোনও কাজ হবে না।”