Panchayat Elections 2023: মাছ নয়, হাসনাবাদে জেলের জালে উঠল ব্যালট পেপার

Panchayat Elections 2023: এদিন সকালে পাটলিখানপুর গ্রামের একটি পুকুরে মাছ ধরা হচ্ছিল। জলে জাল ফেলতেই তা মুহূর্তেই ভারী হয়ে ওঠে। পুকুর থেকে জাল তুলতেই চোখ কপালে ওঠে সকলের।

Panchayat Elections 2023: মাছ নয়, হাসনাবাদে জেলের জালে উঠল ব্যালট পেপার
প্রতীকী ছবি। Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 2:28 PM

হাসনাবাদ: ভোটের (Panchayat Elections 2023) পর কেটে গিয়েছে সাতটা দিন। শেষ হয়েছে গণনা। কিন্তু, এখনও রাজ্যের কোথাও উদ্ধার হচ্ছে আধ পোড়া ব্যালট, কোথাও আবার মিলছে না ভোটের হিসাব। এরইমধ্যে পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ পর পুকুর থেকে উদ্ধার হল ব্যালট পেপার। জেলেদের জালে মাছের বদলে উঠল গুচ্ছ গুচ্ছ ব্যালট পেপার। এদিন এ ছবি দেখা গিয়েছে বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের পাটলিখানপুর গ্রামে। 

সূত্রের খবর, এদিন সকালে পাটলিখানপুর গ্রামের একটি পুকুরে মাছ ধরা হচ্ছিল। জলে জাল ফেলতেই তা মুহূর্তেই ভারী হয়ে ওঠে। সকলে ভাবেন মাছ পড়েছে। মাছ ভেবে ধীরে ধীরে জাল টেনে ডাঙায় তোলা হয়। কিন্তু, তারপরের দৃশ্য দেখে চোখ ছানাবড়া হয়ে যায় সুবহান গাজী নামে এক জেলের। দেখা যায় তাঁর জালে মাছ নয়, জড়িয়ে আছে গুচ্ছ গুচ্ছ ব্য়ালট পেপার। খবর চাউর হতেই ওই এলাকায় রীতিমতো ভিড় জমে যায়। 

প্রসঙ্গত, ভোটের দিন এই এলাকায় ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। শাসক থেকে বিরোধী, উভয় দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল। এবার সেই জায়গাতেই পুকুর থেকে ব্যালট পেপার উদ্ধার হওয়ায় তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন দিকে দিকে পুড়েছিল ব্যালট পেপার, বুথ থেকে ছিনতাই হয়ে গিয়েছিল ব্যালট বাক্স। শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেদার ছাপ্পা, বুথ জ্যামের অভিযোগ তুলেছিল বিরোধীরা। রাজনৈতিক হানাহানিতে প্রাণও গিয়েছে বহু মানুষের। অসমর্থিত সূত্রে খবর, ভোট ঘোষণার পর থেকে রাজনৈতিক হানাহানিতে এখনও পর্যন্ত রাজ্য়ে মৃতের সংখ্যা ৫৭।