PM Narendra Modi: ৬ মার্চ নয়, নারী দিবসে বারাসতে সভা প্রধানমন্ত্রীর
PM Modi's Rally: লোকসভা ভোটের দিন এখনও ঘোষণা না হলেও ভোট-বাদ্যি বেজে গিয়েছে। আগামী ১ মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আর সেদিন থেকেই কার্যত রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। ৮ মার্চের আগে বাংলায় আরও দুটি সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ১ মার্চ আরামবাগে এবং ২ মার্চ প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে সভা করবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
বারাসত: প্রধানমন্ত্রীর বারাসতের সভার দিন পিছল। ৬ মার্চ নয়, আগামী ৮ মার্চ বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাজ্য বিজেপি নেতত্বের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। বারাসতে প্রধানমন্ত্রীর এই সভা-কর্মসূচির বিশেষ নামও দেওয়া হয়েছে, ‘নারী শক্তি বন্দনা’। সন্দেশখালির নির্যাতিতারা-সহ লক্ষাধিক মহিলা প্রধানমন্ত্রীর ওই সভায় উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ মার্চ নারী দিবস। সেদিন আবার শিবরাত্রি পুজো রয়েছে। তাই মহিলাদের বিশেষ গুরুত্ব প্রদান করতেই ৬ মার্চের বদলে ৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিন হিসাবে বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেদিন সন্দেশখালির নির্যাতিতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বারাসতে সভা করবেন। সেদিন মূলত, মহিলাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বার্তা দেবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে। সেজন্য ওই সভার নাম দেওয়া হয়েছে, ‘নারী শক্তি বন্দনা কর্মসূচি’।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি এলাকা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই আবহে উত্তর ২৪ পরগনা জেলারই বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিজেপির তরফে জানানো হয়েছে, লক্ষাধিক মহিলার উপস্থিতিতে সভা হবে বারাসতে। সন্দেশখালির নির্যাতিতারা ওই দিন প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন। মহিলাদের জন্য মোদী সরকার কী কী করেছে, সেই বার্তাও ওই সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী দেবেন বলে বিজেপি নেতৃত্বের দাবি।
প্রসঙ্গত, লোকসভা ভোটের দিন এখনও ঘোষণা না হলেও ভোট-বাদ্যি বেজে গিয়েছে। আগামী ১ মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আর সেদিন থেকেই কার্যত রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। ৮ মার্চের আগে বাংলায় আরও দুটি সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ১ মার্চ আরামবাগে এবং ২ মার্চ প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে সভা করবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে।