TMC Councillor: পুলিশের কাছ থেকেই অভিযুক্তদের অপহরণ! কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

Fake Call centre: উত্তর ২৪ পরগনার বরাহনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলামবাজার। সেখানে স্থানীয় তৃণমূল কাউন্সিল নীলু গুপ্তার বাড়িতে ভুয়ো কল সেন্টার চলতে বলে অভিযোগ ওঠে। যারা সেখানে কাজ করতেন তাঁরা ওই এলাকারই বাসিন্দা বলে খবর।

TMC Councillor: পুলিশের কাছ থেকেই অভিযুক্তদের অপহরণ! কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 3:09 PM

ব্যারাকপুর: তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ভুয়ো কল সেন্টার চলার অভিযোগ। সেখানে কর্মরত কয়েকজনকে গ্রেফতার করে গাড়িতে তুলতেই পুলিশের হাত থেকে তাঁদের ছিনিয়ে নিয়ে পালানোর অভিযোগ ওই কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। গোটা ঘটনায় গ্রেফতার চারজন।

উত্তর ২৪ পরগনার বরাহনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলামবাজার। সেখানে স্থানীয় তৃণমূল কাউন্সিল নীলু গুপ্তার বাড়িতে ভুয়ো কল সেন্টার চলতে বলে অভিযোগ ওঠে। যারা সেখানে কাজ করতেন তাঁরা ওই এলাকারই বাসিন্দা বলে খবর।

এরপর শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের সাইবার সেলের আধিকারিকেরা ওই কল সেন্টারে অভিযান চালান। তখন গ্রেফতার বেশ কয়েকজন কর্তব্যরত কর্মী। এদের প্রত্যেককে গ্রেফতার করে ভ্যানে তুলতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের হাত থেকে কর্মীদের ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় ওই এলাকার কিছু যুবক। ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ।

গ্রেফতার হওয়া প্রত্যেকেই এলাকার কাউন্সিলর নীলু গুপ্ত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্র মারফত, গোটা ঘটনাকে কেন্দ্র করে বরানগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আলমবাজার এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় কাউন্সিলর নীলু গুপ্তাকে প্রশ্ন করা হলে তিনি বাইকে উঠে কোনও প্রতিক্রিয়া না দিয়েই চলে যান।