Sandeshkhali: ‘মেয়েদের ঘরে রাতে আবারও ঢুকল লোক’, বড় জন গারদে, এখন সন্দেশখালির হাওয়া গরম করছেন ছোট শেখ শাহজাহান!
Sandeshkhali: মাস খানেক আগে ঠিক এই এলাকাতেই ঝাঁটা-লাঠি হাতে রাস্তায় নেমেছিলেন গ্রামের মহিলারা। তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। এলাকার বড় শেখ শাহজাহান এখন জেলে! কিন্তু তাতে কী! সন্দেশখালিতে 'এন্ট্রি' নিয়েছেন ছোট শেখ শাহজাহান।
সন্দেশখালি: মাঝের কয়েকদিনের ব্যবধান। ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির বেড়মজুর এলাকা। মাস খানেক আগে ঠিক এই এলাকাতেই ঝাঁটা-লাঠি হাতে রাস্তায় নেমেছিলেন গ্রামের মহিলারা। তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। এলাকার বড় শেখ শাহজাহান এখন জেলে! কিন্তু তাতে কী! সন্দেশখালিতে ‘এন্ট্রি’ নিয়েছেন ছোট শেখ শাহজাহান। আইএসএফ-এর পতাকা লাগানোয় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ক্ষতবিক্ষত হয়েছেন সন্দেশখালিরই দুই মহিলা। আশঙ্কাজনক অবস্থা তাঁদের। আহত হয়েছেন আরও দুজন। অভিযোগের তির বেড়মজুর এক-এর উপপ্রধান ছোট শেখ শাহজাহানের বিরুদ্ধে। আইএসএফের অভিযোগ, শেখ শাহজাহান জেলে থাকলেও, এখনও গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে ছোট শেখ শাহজাহান। অভিযোগ, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন রেশন দুর্নীতিতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, তখন সে সময়ে ওই এলাকাতেও উপস্থিত ছিলেন ছোট শেখ শাহজাহান।
প্রশ্ন উঠছে, তবে কি সন্দেশখালিতে উত্থান হল ছোট শেখ শাহজাহানের? তবে সন্দেশখালির মাটিতে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন করে উত্থান হওয়ার কিছু নেই। কারণ আগে থেকেই দাপুটে ছোট শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরও সন্দেশখালি এলাকাতে ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিলেন ছোট শেখ শাহজাহান। সেই বিষয়টিই আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।
বেড়মজুর হাটখোলার ১৪২ নম্বর যে মাদ্রাসা বুথ রয়েছে, সেখানে পতাকা তুলেছিলেন হাকাম মোল্লা, জাকুরিয়া মোল্লা নামে আইএসএফ কর্মীরা। অভিযোগ, তারপরই ছোটো শেখ শাহজাহান তাঁর দলবল নিয়ে হামলা চালায়। ধারাল অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে মহিলাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। হাকাম মোল্লা, জাকারিয়া মোল্লা-সহ দুই মহিলা, রুকসানা বিবি ও আফসানা বিবিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
বাসিন্দাদের বক্তব্য, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন বটে, তবে তাঁর সাকরেদরা এলাকায় ভীষণভাবে সক্রিয়। ছোট শেখ শাহজাহান সম্পর্কে বলতে গেলে, আরও একটি বিষয় উল্লেখ্য। গত ৫ জানুয়ারি, সন্দেশখালির ১ নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহানের আকুঞ্জবেড়িয়ার বাড়িতে যখন তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা, তখনও সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিলেন ছোট শেখ শাহজাহান। একেবারে ইডি-র গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। বক্তব্য ছিল, শেখ শাহজাহানের বাড়িতে যেতে গেলে, তাঁর বুকের ওপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে হবে! সেই ঘটনার ছবি ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়।