School Admission: নকল ঠিকানা ব্যবহার করে ভুয়ো পরিচয়ে নামী স্কুলে ভর্তি! টাকার দৌলতেই দুর্নীতির বাড়বাড়ন্ত?
Barasat:তিন সদস্যের কমিটি তদন্তে গিয়ে দেখে যে ঠিকানা দেওয়া হয়েছিল পড়ুয়াদের পরিবারের তরফে সেখানে তারা কোনওদিন থাকেইনি।
উত্তর ২৪ পরগনা: ভাল স্কুলে ভর্তি করার জন্য দুজন ছাত্রের অভিভাবক নকল এড্রেস প্রুফ ব্যবহার করে ভর্তি করার চেষ্টা করেছে বলে অভিযোগ । বারাসত গান্ধী স্কুল এমনই দুজনকে ধরে ফেলে । তিন সদস্যের কমিটি তদন্তে গিয়ে দেখে যে ঠিকানা দেওয়া হয়েছিল পড়ুয়াদের পরিবারের তরফে সেখানে তারা কোনওদিন থাকেইনি। বিষয়টি জেলার স্কুল শিক্ষক পরিদর্শক নজরে আনা হয়েছে তার সিদ্ধান্তের ওপরই এই ছাত্র দুজনকে ভর্তি নেওয়া হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ঠিক কী হয়েছিল?
অভিযোগ, বামনগাছির এক বাসিন্দা নবপল্লীর ঠিকানা দিয়ে বারাসাত গান্ধী স্কুলে নিজের ছেলেকে ভর্তি করান। অন্যদিকে, নীলগঞ্জের আরেক বাসিন্দা অন্য আরেকটি ঠিকানা দিয়ে স্কুলে ভর্তি করান। এমনকি, ওই দুই পড়ুয়ার অভিভাবক নকল স্কুল ড্রেসও প্রমাণস্বরূপ তৈরি করেন।
কিন্তু, সত্যিই ওই পড়ুয়ারা সেখানে থাকে কি না তা খতিয়ে দেখতে ও যাচাই করতে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যান স্কুলের তিন সদস্যের কমিটি। আর তাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল! ওই ঠিকানাই থাকেই না ওই পড়ুয়ারা। তাহলে? আসল ঠিকানা কোথায়? শুধু তাই নয়, এতদিন প্রাইমারী সেকশনেই বা ওই দুই পড়ুয়া পড়াশোনা চালাচ্ছিল কী করে? ক্লাস ফাইভে উঠতেই নতুন করে ভর্তি প্রক্রিয়া চালু হয়। তখনই সত্যিটা ধরা পড়ে। কী করেই বা ওই দুই পড়ুয়া ভুয়ো ঠিকানার মাধ্যমে প্রাইমারি সেকশনে এত বছর পড়াশোনা করল? তাহলে কি কোনওভাবে স্ক্রুটিনি করেননি প্রাথমিক স্তরের শিক্ষিকারা? উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট পড়ুয়াদের অভিভাবকরা।
প্রাইমারি প্রধান শিক্ষিকা দীপিকা বালা বিশ্বাস জানিয়েছেন স্কুলে ১২০ টি আসনের মাধ্যমে ৬০ থেকে ৭০ টি লটারিতে নাম ওঠে এবং বাকিদের কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি নিতে হয় । ওই দুই পড়ুয়া লটারিতেই ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। ভর্তির সময়ে সেসব কিছুই স্কুলের কাউন্সিলিং কমিটিকেও জানানো হয়েছিল। কিন্তু, কাউন্সিলিং কমিটি বিষয়টি খতিয়ে দেখেনি বলে অভিযোগ করেন প্রধানশিক্ষিকা। অন্যদিকে, পাল্টা অভিযোগের তীর এসেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। টাকার বদলে প্রধান শিক্ষিকাই এই কাজ করেছেন বলে অভিযোগ। গোটা ঘটনাটি কী তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Anubrata Mondal on CBI Summoned: দ্বিতীয়বার CBI-এর তলব এড়ালেন ‘অসুস্থ’ অনুব্রত
আরও পড়ুন: Kolkata Bus: অফিস টাইমে সহজে মিলবে না বাস! সরকারি জরিমানা বৃদ্ধির প্রতিবাদে বেসরকারি বাস সংগঠন