Shahjahan Sheikh: তৃণমূল পার্টি অফিসে শাহজাহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! রিপোর্ট তলব মহিলা কমিশনের

Shahjahan Sheikh: শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার-সহ একাধিকের বিরুদ্ধে পথে নেমেছেন সন্দেশখালির মহিলারা। তাঁদের বক্তব্য, শেখ শাহাজাহান একা নয়, গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে, যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের।

Shahjahan Sheikh: তৃণমূল পার্টি অফিসে শাহজাহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! রিপোর্ট তলব মহিলা কমিশনের
শেখ শাহজাহানImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2024 | 3:00 PM

সন্দেশখালি: রেশন দুর্নীতিকাণ্ডে আগেই নাম জড়িয়েছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের। এবার তৃণমূল পার্টি অফিসের ভিতরে ধর্ষণের অভিযোগ উঠল শাহজাহানের বিরুদ্ধে। গোটা ঘটনায় রাজ্যের ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার-সহ একাধিকের বিরুদ্ধে পথে নেমেছেন সন্দেশখালির মহিলারা। তাঁদের বক্তব্য, শেখ শাহাজাহান একা নয়, গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে, যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। এক মহিলা অভিযোগ জানিয়ে বলেছিলেন, “বাড়ির মেয়েদের কোনও সম্মান দেয়নি। মেয়েদের শেষ করে ফেলেছে। রাত সাড়ে দশটার সময়েও মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অফিসে। আজ আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।”

মহিলাদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। পথে নেমেছে বিরোধী দলগুলি। এ হেন, পরিস্থিতিতে এবার আসরে নামতে চলেছে জাতীয় মহিলা কমিশন। জানা গিয়েছে, রাজ্যেও আসতে পারে তদন্তকারী দল। গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরা।

এ দিকে, শনিবার আবার বিজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, পার্টি অফিসে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার ভিডিয়ো এবার রাজ্যের সব জায়গায় দেখানো হবে। বিজেপির সব কর্মসূচির আগে পরে এই ভিডিয়ো ব্যবহার করা হবে বলে খবর। রাত্রিবেলা কীভাবে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ভোরবেলা ছেড়ে দেওয়া হত সেই গোটা বিষয়টি থাকবে বলে দাবি করেছে বিজেপি।