Shantanu Thakur on CAA: ‘ভোটার কার্ড, রেশ কার্ডই শেষ কথা নয়’, কেন? বুঝিয়ে দিলেন শান্তনু ঠাকুর

Shantanu Thakur on CAA: সম্মেলন শেষে সিএএ নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, 'খুব শীঘ্রই আইন লাগু হবে।'

Shantanu Thakur on CAA: 'ভোটার কার্ড, রেশ কার্ডই শেষ কথা নয়', কেন? বুঝিয়ে দিলেন শান্তনু ঠাকুর
শান্তনু ঠাকুর
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2023 | 8:34 PM

বাগদা : ফের একবার নাগরিকত্ব সংশোধনী আইনের বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে মতুয়া মহাসঙ্ঘের ধর্মীয় মহাসম্মেলন ছিল। হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠে সেই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়, আর সেখানেই উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর। সেখানেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে আরও একবার সিএএ (CAA)-র কথা বলেন। ১৯৭১ সালের আগের দলিল কতটা গুরুত্বপূর্ণ সে কথাও বুঝিয়ে বলেন তিনি।

এদিন তিনি বলেন, ‘অনেকে বলছেন রেশন কার্ড ও ভোটার কার্ড থাকলেই নাগরিক বলে চিহ্নিত হবেন। তাহলে পাসপোর্ট করতে গেলে কেন ১৯৭১ সালের আগের দলিল চাওয়া হয়?’ তাঁর দাবি, সংবিধানের জায়গা থেকে কেউ সরতে পারেন না। ভোটার কার্ড আর রেশন কার্ড যথেষ্ট নয় বলেই মন্তব্য করেন তিনি।

সম্মেলন শেষে সিএএ নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘খুব শীঘ্রই আইন লাগু হবে।’ তিনি জানান, এই আইন নিয়ে বেশ কিছু মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই কারণেই আইন কার্যকর করা যাচ্ছে না। শীর্ষ আদালতের জট কেটে গেলেই আইন লাগু হবে বলে জানিয়েছেন তিনি।এর আগেও একাধিকবার সিএএ-র কথা শোনা গিয়েছে শান্তনু ঠাকুরের মুখে। সম্প্রতি একটি সভা থেকে তিনি বুঝিয়ে ছিলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে সব নীপিড়িত মানুষজন এদেশে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়, তাই আইন যে মানতেই হবে, সেটাও উল্লেখ করেছিলেন তিনি।