Ramdas Athawale: লোকসভার আগে CAA কার্যকর হোক, ঠাকুরনগরে এসে বললেন আঠাওয়ালে

Ramdas Athawale: এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, মন্ত্রী যা বলেছেন ঠিকই বলেছেন। রাজ্যকে সমর্থনের জন্য আর্জি জানাবেন তিনি। যেহেতু মানুষের স্বার্থে হবে এই কাজ, তাই এটা দ্রুত কার্যকর হওয়া উচিত বলে মনে করেন তিনি।

Ramdas Athawale: লোকসভার আগে CAA কার্যকর হোক, ঠাকুরনগরে এসে বললেন আঠাওয়ালে
রামদাস আঠাওয়ালেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 5:44 PM

ঠাকুরনগর: মতুয়াদের ন্যায় পাওয়া উচিত। সিএএ কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নজর দেওয়া উচিত। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়ে এ কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। বৃহস্পতিবার হরিণঘাটায় এক কর্মসূচিতে যোগদান করার জন্য গিয়েছিলেন রামদাস আঠাওয়ালে। তিনি জানান, সিএএ যাতে কার্যকর করা যায়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন তিনি। লোকসভার আগেই কার্যকর হতে পারে বলেও উল্লেখ করেছেন মন্ত্রী।

ঠাকুরনগরে গিয়ে এদিন ঠাকুরবাড়িতে হরি মন্দিরে পুজো দেন আঠাওয়ালে। পুজো দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সিএএ প্রসঙ্গে বলেন, “মতুয়াদের ন্যায় পাওয়া উচিত। সিএএ নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ভাবা উচিত। আমরা এর আগে প্রধানমন্ত্রীর কাছে সিএএ লাগু করার দাবি জানিয়েছিলাম। লোকসভা নির্বাচনের আগে আমরা চেষ্টা করব।

এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, মন্ত্রী যা বলেছেন ঠিকই বলেছেন। রাজ্যকে সমর্থনের জন্য আর্জি জানাবেন তিনি। যেহেতু মানুষের স্বার্থে হবে এই কাজ, তাই এটা দ্রুত কার্যকর হওয়া উচিত বলে মনে করেন তিনি।

এই বিষয়ে মমতা বালা ঠাকুর বলেন, সিএএ কোনও দিনই রাজ্য সরকারের কোনও বিষয় নয়। লোকসভা ভোটের আর তিন চার মাস বাকি আছে, তাই বিজেপি নেতারা পরিযায়ী পাখির মতো এসে আবারও সিএএ-এর কথা বলছেনয। তাঁরা যদি সত্যিই মতুয়াদের ভাল চাইত, তাহলে এর আগেই সিএএ লাগু করত।