Sagar Dutta Medical College: চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, ব্যাপক উত্তেজনা সাগর দত্ত মেডিকেল কলেজে
Sagar Dutta Medical College: ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই ওই রোগীর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতেও দেখা যায় বলে খবর। এই অবস্থাতেই বেশ কিছুক্ষণ পরে ছিলেন হাসাপাতালে। যদিও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।
কামারহাটি: ফের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু (patient death) ঘিরে ধুন্ধুমার হাসপাতালে। কাঠগড়ায় কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল (Sagar Dutta Medical College and Hospital)। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এলে রোগীকে ঘণ্টাখানেক ফেলে রাখা হয় বলে অভিযোগ পরিবারের। মৃতের নাম নিজাম মহম্মদ আলী। বছর পয়তাল্লিশের এই ব্যক্তি কাকিনাড়ার বাসিন্দা। কামারহাটিতে এক দোকানে তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানা যাচ্ছে। মৃতের পরিবারের অভিযোগ, ভুল ওষুধ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে নিজামকে।
ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই ওই রোগীর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতেও দেখা যায় বলে খবর। এই অবস্থাতেই বেশ কিছুক্ষণ পরে ছিলেন হাসাপাতালে। যদিও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। এদিকে এ ঘটনায় ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে গোটা এলাকায়। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে সাগর দত্ত মেডিকেল কলেজে। হাসপাতালে ঠিক মতো চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীদের। এদিকে নিজামের মৃত্যুর পরেই তাঁর পরিবারের সদস্য থেকে শুরু বন্ধুবান্ধবরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর যায় পুলিশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কামারহাটি ও বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শামিম আহমেদ বলেন, “ওনার কাছেই দোকান আছে। রোজই কাজে আসেন। আজও এসেছিলেন। কোনও অসুস্থতা চোখে পড়েনি। শুরুতে কোনও অসুস্থতা চোখে পড়েনি। দোকানে কাজ করার সময়ই অসুস্থ হয়ে পড়েন। হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। খানিক পরেই হাসপাতাল বলছে মারা গিয়েছেন। ডাক্তাররা ঠিক মতো ট্রিটমেন্ট করেননি বলে আমাদের মনে হচ্ছে।” এলাকাবাসীদের সাফ অভিযোগ, বারাবার এ ধরনের ঘটনা কেন হচ্ছে সেই প্রশ্ন করলে উল্টে তাঁদের তোপ দাগনে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন। নতুন করে ফের একই ঘটনা ঘটায় ক্ষোভের সঞ্চার হচ্ছে এলাকাবাসীদের মধ্যে। প্রশ্নের মুখে হাসপাতালের পরিষেবা।