Mischief Arrested: কোমরে দড়ি পরিয়ে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ, পিছনে বড় কারণ

North 24 pargana: পুলিশ সূত্রে খবর,  ধৃত তিন দুষ্কৃতীর নাম রতন মণ্ডল, সরফরাজ আহমেদ। এদের দুজনের বাড়ি আটঘরা। আর এক দুষ্কৃতী হল নাসিরউদ্দিন মণ্ডল।

Mischief Arrested: কোমরে দড়ি পরিয়ে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ, পিছনে বড় কারণ
বসিরহাটে গ্রেফতার তিন দুষ্কৃতী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2022 | 2:20 PM

বসিরহাট: অনেকদিন ধরেই তক্কে-তক্কে ছিল পুলিশ (Police)। কিন্তু কিছুতেই বাগে আসছিল না এলাকার তিন কুখ্যাত দুষ্কৃতী। তবে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় পুলিশও। শেষমেশ হাতে এল হাতে এল তারা। পুলিশের জালে তিন কুখ্যাত দুষ্কৃতী।

বসিরহাটের হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের একটি জলকর সংলগ্ন এলাকা। সেখানে বুধবার ভোররাতে হাড়োয়া থানার ওসি বাপ্পা মিত্রর কাছে গোপন সূত্রে খবর আসে ওই এলাকায় লুকিয়ে রয়েছে তিন দুষ্কৃতী। এরপরই হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুলিবর্তী পিস্তল ও একটি দা।

পুলিশ সূত্রে খবর,  ধৃত তিন দুষ্কৃতীর নাম রতন মণ্ডল, সরফরাজ আহমেদ। এদের দুজনের বাড়ি আটঘরা। আর এক দুষ্কৃতী হল নাসিরউদ্দিন মণ্ডল। তার বাড়ি মাদারতলায়। এই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাটের বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, রাহাজানি ও একাধিক দুষ্কর্মের প্রচুর অভিযোগ জমা পড়ছিল। সেই কারণে দীর্ঘদিন ধরে পুলিশ এদের সন্ধানে ছিল।

শেষে পুলিশের জালে ধরা পড়লো এই তিন কুখ‍্যাত দুষ্কৃতী। ধৃত তিন দুষ্কৃতীকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ।নেতৃত্বে

উল্লেখ্য, কয়েকদিন আগে ডাকাতির ছক বানচাল ইকোপার্ক (Eco Park) চত্বরে। লঙ্কার গুঁড়ো, ধারাল অস্ত্র নিয়ে ডাকাতির (Robbery) ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু তার আগেই ইকোপার্ক থানার পুলিশকর্মীরা ওই দুষ্কৃতীদের পাকড়াও করে। জানা যায়, গভীর রাতে হানা দিয়ে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। উদ্ধার করা হয়েছে লঙ্কার গুড়ো, ধারাল অস্ত্র এবং ডাকাতির অন্যান্য সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, রাতে ইকোপার্ক সংলগ্ন এলাকায় এক বিলাসবহুল হোটেলের পিছনে ফাঁকা মাঠে জড়ো হয়েছিল প্রায় সাত-আট জন দুষ্কৃতী। সেখানেই আচমকা হানা দিয়ে ডাকাতির ছক বানচাল করে পুলিশ।