Jyotipriya Mallick: ‘বালু জেলাটা শেষ করেছে’, মমতার লাইভে কমেন্টের পর থেকেই নিখোঁজ তৃণমূল কর্মী

Bangaon: সোমবার ফেসবুক লাইভে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান নিয়ে লাইভ করেন তিনি।

Jyotipriya Mallick: 'বালু জেলাটা শেষ করেছে', মমতার লাইভে কমেন্টের পর থেকেই নিখোঁজ তৃণমূল কর্মী
তৃণমূল কর্মীর মন্তব্য (গ্রাফিক্স: অভীক দেবনাথ)
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2022 | 3:22 PM

বনগাঁ: বিস্ফোরক অভিযোগ তৃণমূল কর্মীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভে খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে মন্তব্য বনগাঁর এক তৃণমূল কর্মীর। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পলাতক ওই তৃণমূল কর্মী।

সোমবার ফেসবুক লাইভে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান নিয়ে লাইভ করেন তিনি। সেই সময় লাইভেরই কমেন্টে জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করেন ওই তৃণমূল কর্মী। পরে তাঁর পরিচয় জানতে পারা যায়।

বনগাঁ ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিন্টু ভট্টাচার্য। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই রবিবার হবরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই এলাকারই তৃণমূল কর্মী তন্ময় রায়। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ সিন্টু ভট্টাচার্যকে ধরতে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, সিন্টুর ভাইয়ের দাবি, দাদা একটা কমেন্ট করেছিল। সেই কারণে পুলিশ বাড়িতে এসে আমাদের সঙ্গে বাজে ব্যবহার করছে। অন্যদিকে, তাঁর বাবার দাবি, ছেলে ভুল করে ফেলেছে, সেটা যত দ্রুত সম্ভব মিটে যায় সেটা চাইবো।

এই বিষয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর পিতা শংকর আঢ্য বলেন, ‘একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। উন্নয়নের কান্ডারী তিনি। তাঁর বিরুদ্ধে এমন ধরনের কমেন্ট করছে। বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ।’ পাশাপাশি বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের অভিভাবক। তাঁর প্রসঙ্গে ফেসবুকে বাজে মন্তব্য করলে তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দলের তাকে প্রশ্রয় দেব না।’

এই বিষয়ে বনগাঁ জেলে বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, একজন তৃণমূল কংগ্রেসের বন মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করায় তৃণমূল কংগ্রেসের কর্মী এই অবস্থা তাহলে ভাবুন সাধারণ মানুষের কী অবস্থা।