Panchayat Elections 2023: বিরোধী প্রার্থীদের হাতে আম-জল তুলে দিচ্ছেন তৃণমূল প্রার্থী, ‘ওই হাতে রক্ত লেগে’, কটাক্ষ বামেদের

Panchayat Elections 2023: ব্যারাকপুর বিডিও ২ অফিসে মনোনয়নপত্র জমা দিয়ে বিলকান্দা ২ পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী গৌরাঙ্গ সাহা বিরোধী প্রার্থীদের হাতে আম ও জল তুলে দিলেন। যা নিয়ে কটাক্ষ বিরোধীদের।

Panchayat Elections 2023: বিরোধী প্রার্থীদের হাতে আম-জল তুলে দিচ্ছেন তৃণমূল প্রার্থী, ‘ওই হাতে রক্ত লেগে’, কটাক্ষ বামেদের
বিরোধী প্রার্থীদের হাতে আম-জল তুলে দিচ্ছেন শাসকদলের প্রার্থী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 4:41 PM

ব্যারাকপুর: হাতে আর মাত্র একটা দিন। ১৫ জুন মনোনয়ন জমার শেষ দিন। একাধিক জায়গা থেকে দফায় দফায় আসছে উত্তেজনার খবর। বেশিরভাগ জেলাতে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়, ক্যানিংয়ে। এরইমধ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে ভিন্ন ছবি দুই ২৪ পরগনায়। একদিকে যেমন ভাঙড়ে সন্ত্রাস, অন্যদিকে ব্যারাকপুরে সৌজন্যের নজির শাসকদলের। মনোনয়ন জমা দিতে আসা বিরোধী প্রার্থীদের আম ও জল দিয়ে অভ্যর্থনা জানালেন শাসকদলের প্রার্থী।

এদিন এই ছবিই দেখা গেল ব্যারাকপুর ২ ঘোলা বিডিও অফিসে। ব্যারাকপুর বিডিও ২ অফিসে মনোনয়নপত্র জমা দিয়ে বিলকান্দা ২ পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী গৌরাঙ্গ সাহা বিরোধী প্রার্থীদের হাতে আম ও জল তুলে দিলেন। তিনি বলেন, “বিরোধীরা খুব সন্দরভাবে মনোনয়ন জমা দিয়েছে। ব্যারাকপুরের বুকে বরাবরই আমরা রাজনৈতিক সৌজন্যতা দেখানোর চেষ্টা করেছি। মনোনয়ন পর্বের শুরু থেকেও এ ছবি আমরা দেখতে পেয়েছি। আমাদের জাতীয় ফল আম। তাই এই গরমে আম এবং জল তুলে দিলাম ওদের হাতে। আজ মূলত সিপিএমের প্রার্থীরা ছিলেন। বাকিদেরও দেব। ”

যদিও পুরোটাকেই লোক দেখানো রাজনীতি বলে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের স্পষ্ট বক্তব্য, “ভোটের দিন মানুষ রায় দিতে পারলে এই শাসকদল আর থাকবে না।” সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, “যে হাত আমার কমরেডের খুনে রক্তাক্ত। কারও মাথা ফেটেছে, কারও হাত ভেঙেছে, সে হাত দিয়ে আমায় জল দিচ্ছে। এখন তো আমি বলতে পারি না আমি জল নেব না। তাই নিয়েছি।” অন্যদিকে এদিন সকালে আবার মনোনয়ন পেশের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন সংঘর্ষ। গুলিবিদ্ধ হন এক তৃণমূল নেতা।