Vaccine Certificate: এ যেন উলটপুরাণ! নেওয়া হয়নি ভ্যাকসিন, মোবাইলে চলে এল সার্টিফিকেট,
Vaccine Certificate: পানিহাটি (Panihati) এলাকার একাধিক বাসিন্দা এই অভিযোগ এনেছেন। এ ক্ষেত্রে পরবর্তীকালে ভ্যাকসিন (Vaccine) পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন তাঁরা।
পানিহাটি: দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে যাঁরা টিকা নিয়েছিলেন, তাঁদের কাছে কোনও সার্টিফিকেট আসেনি। খোদ সাংসদ মিমি চক্রবর্তীও একই অভিযোগ করেছিলেন। সেই সূত্রেই ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের পর্দা ফাঁস হয়। কিন্তু, এবার ঠিক উল্টো ঘটনা পানিহাটিতে (Panihati)। ভ্যাকসিন নেওয়াই হয়নি, তার আগেই মোবাইলে চলে আসছে ভ্যাকসিনের সার্টিফিকেট (vaccine certificate)। আরোগ্য সেতু (Arogya Setu) অ্যাপ থেকে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করে অনেকেই এই সমস্যায় পড়েছেন। সার্টিফিকেত চলে আসায় পুনরায় ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। এমই অভিযোগ আনলেন পানিহাটির বাসিন্দারা। সাহায্যের আশ্বাস দিয়েছে পুর প্রশাসন।
কি করে এমনটা হল, তা ভেবেই উঠতে পারছেন না পানিহারটি ত্রাননাথ ব্যানার্জী রোডের বাসিন্দা সুবীর খামরু। তিনি কোভিড টিকা নেননি, এ দিকে মোবাইলে চলে এসেছে টিকা নেওয়ার সার্টিফিকেট। ওই প্রৌ জানিয়েছেন, তাঁর ছেলে কেন্দ্রীয় সরকারের আরোগ্য সেতু অ্যাপ থেকে বাবার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন।কিন্তু কয়েকদিন বাদেই মোবাইলে সার্টিফিকেট চলে আসায় চিন্তায় পড়ে যান সুবীর বাবুর পরিবার। পরবর্তীতে কী ভাবে ভ্যাকসিন নেবেন, তা ভেবে পাচ্ছেন না তাঁরা।
আরও পড়ুন: Fake Vaccine: কোন গাফিলতিতে প্রশাসনের নাকের ডগায় চলল ভু্য়ো ভ্যাকসিন ক্যাম্প? জানতে কমিটি গঠন রাজ্যের
অন্য দিকে, একই অবস্থা পানিহাটির সুখচরের বাসিন্দা পার্থ প্রতিম বর্মণের।অবসরপ্রাপ্ত পার্থ প্রতিম বাবুর ছেলে আরোগ্য সেতু অ্যাপে রেজিস্টার করিয়েছিলেন। তাঁর ছেলে জানিয়েছিলেন লম্বা লাইন থাকায় সেখানে অসুস্থ বাবাকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। বাড়ি ফিরে আসেন তাঁরা। কিন্তু কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া হয়েছে বলে সার্টিফিকেট চলে আসে তাঁর মোবাইলে। পরবর্তীকালে টিকা কী ভাবে দেওয়া হবে তা ভেবে পাচ্ছিলেন না তাঁরাও। পরে পার্থ প্রতিম বাবুর ছেলে হেল্পলাইন নম্বর যোগাযোগ করে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে বলা হয়, একবার সার্টিফিকেট চলে এলে তা মুছে ফেলার কোনও অপশন নেই। তাই অন্য কোনও মোবাইল নম্বর থেকে, অন্য কোনও পরিচয়পত্র দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে। সে ক্ষেত্রে বিনামূল্যে ভ্যাকসিন আর নেওয়া হবে না পার্থ প্রতিম বাবুর, টাকা দিয়ে ভ্যাকসিন নিতে হবে।
শুধু এই দু’জনেই নন, পানিহাটির একাধিক বাসিন্দা এই সমস্যার মুখোমুখি হয়েছেন। এলাকার পুর প্রশাসনের দাবি, যান্ত্রিক গোলোযোগের কারণেই এমন ঘটনা ঘটছে। যাঁদের সঙ্গে এই ঘটনা ঘটছে, তাঁদের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে পুরসভার তরফ থেকে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।