মমতার ছবি ব্লেড দিয়ে কাটায় পথ অবরোধ, দোষীদের গ্রেফতারির দাবিতে উত্তাল হাড়োয়া
এদিন সকালে আইএসএফের (ISF) এক মিছিল ওই এলাকায় প্রবেশ করলে তৃণমূল (TMC) কর্মীরা তাদের কালো পতাকা, জুতো, ঝাঁটা দেখায়। এর পরেই এই পোস্টার, ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটে।
হাড়োয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হাড়োয়ার পাইকপাড়া এলাকায়। তৃণমূলের (TMC) অভিযোগ, ব্লেড দিয়ে এই মুখ্যমন্ত্রীর ছবি কেটে দিয়েছে আইএসফের লোকেরা। আর এর প্রতিবাদে হাড়োয়া দেগঙ্গা রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে তৃণমূল সমর্থকেরা। নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।
জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রীর বেশ কিছু ফ্লেক্স ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। তৃণমূল কর্মীদের অভিযোগ, ব্লেড বা ছুরি জাতীয় কিছু জিনিস দিয়ে রাস্তার মোড়ে, গাছে টাঙানো একের পর এক ফ্লেক্স ছিড়ে দেওয়া হয়েছে। আর এঘ ঘটনায় তারা আঙুল তুলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) কর্মীদের দিকে। তাঁদের দাবি, ব্লেড দিয়ে একের পর একা ছবি ছিঁড়ে দিয়েছে সংযুক্ত মোর্চার লোকজন। এরপরেই শুরু হয় তৃণমূলের বিক্ষোভ।
সোমবার রাস্তা অবরোধ করে তৃণমূল কয়েকশো কর্মী সমর্থক। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ার এই তৃণমূল কর্মীদের দাবি, মুখ্যমন্ত্রীর ছবি যারা ব্লেডস দিয়ে কেটে দেয় তাদের কোনও গ্রেফতার করতে হবে। এ নিয়ে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করে ঘাসফুল শিবির। তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তও শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
এদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। তাদের দাবি, এই ধরনের সংকীর্ণ রাজনীতি তারা করে না। পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা বলে উল্টে তৃণমূলকে কটাক্ষ করেছে আইএসএফ।
আরও পড়ুন: ‘কালকেউটের থেকেও ভয়ঙ্কর’, বিজেপি নয় এবার মমতার নিশানায় অন্য কেউ
জানা গিয়েছে, এদিন সকালে আইএসএফের এক মিছিল ওই এলাকায় প্রবেশ করলে তৃণমূল কর্মীরা তাদের কালো পতাকা, জুতো, ঝাঁটা দেখায়। এর পরেই এই পোস্টার, ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটে। পাশাপাশি সেই ছেড়ে ছবির পাশে দেখা গিয়েছে সংযুক্ত মোর্চার পতাকা। সব মিলিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগের ভিত্তিতে হাড়োয়া পাইকপাড়া এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে হাড়োয়া-দেগঙ্গা রোডে অবরোধ শুরু করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতাকর্মীরা। যার জেরে বিপাকে পড়েন বহু নিত্যযাত্রী।