তৃণমূল কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ কর্মী, তীব্র উত্তেজনা ভাটপাড়ায়

দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী (TMC Worker) নুর আলম ওরফে সাহেব।

তৃণমূল কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ কর্মী, তীব্র উত্তেজনা ভাটপাড়ায়
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 11:11 PM

উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত ভাটপাড়া। দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী (TMC Worker) নুর আলম ওরফে সাহেব।

জানা গিয়েছে, এদিন রাত ন’টা নাগাদ দলীয় কার্যালয়ের সামনে তাঁকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়ে আততায়ীরা। এর পর মোটর বাইকে করে চম্পট দেয় তারা। একটি গুলি লাগে নুরের বুকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু গুরুতর ভাবে আহত তৃণমূল কর্মীকে সেখান থেকে স্থানান্তর করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

সূত্রের খবর, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা। এদিকে গুরুতর ভাবে আহত নুরকে দেখতে হাসপাতালে ফিরহাদ হাকিম যাচ্ছেন বলে খবর।

এক সময় ভাটপাড়া এলাকার সিপিএম নেতা ছিলেন নুর। কাউন্সিলরও হন। পরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। এদিন নয়াবাজারের পার্টি অফিস থেকে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বারাকপুর পুলিশ।

গত ২২ এপ্রিল ভোট হয় ভাটপাড়া বিধানভায়। তার আগে থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। বোমা, গুলির পর সেখানে মিলেছে অস্ত্র কারখানার হদিশও।

আরও পড়ুন: ভাটপাড়ায় অস্ত্র কারখানা! শুরু রাজনীতির দড়ি টানাটানি 

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে ঠিক এভাবেই বিজেপি কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন টিটাগড়ের দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লা। একের পর এক গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় তাঁকে। বারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ এই নেতার খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। ধুন্ধুমার শুরু হয় গোটা এলাকায়।