বেড নেই, হুইল চেয়ারে বসিয়ে করোনা রোগীর চিকিৎসা
করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) সামাল দিতে কার্যত হিমশিম দশা। এই অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা হচ্ছে হুইল চেয়ারে। আর অক্সিজেন রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডের বারান্দায়।
বনগাঁ: করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) সামাল দিতে কার্যত হিমশিম দশা। একদিকে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে অক্সিজেনের হাহাকার, মিলছে না বেড। এই অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা হচ্ছে হুইল চেয়ারে। আর অক্সিজেন রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডের বারান্দায়।
রোগীর নাম নাম জয়ন্ত দাঁ। বাড়ি বনগাঁ থানা এলাকায়। তিনি জানিয়েছেন, দিন দুয়েক আগে করোনা আক্রান্ত (Corona Infected) হয়েছেন। বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হওয়ায় শুক্রবার সকালে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে আসেন। বেড নেই। তাঁকে বসিয়ে দেওয়া হয় একটি হুইল চেয়ারে। সেই থেকে আইসোলেশন ওয়ার্ডের বাইরের বারন্দায় অক্সিজেন দিয়ে বসিয়ে রাখা হয়েছে তাঁকে। এভাবে দিনভর আইসোলেশান ওয়ার্ডের বাইরে বসিয়ে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী।
বনগাঁ হাসপাতাল সুপার স্পষ্টতই জানিয়ে দেন তাঁর করণীয় কিছু নেই। তাঁর কথায়, “করোনা ওয়ার্ডে বেড নেই। ওনাকে অন্য কোনও হাসপাতাল পাঠানোর কথা বলা হয়েছে।” পরে অবশ্য হাসপাতালের একটি আলাদা জায়গায় অক্সিজেন দিয়ে রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: পরিবারের সবাই করোনা আক্রান্ত, মৃত বৃদ্ধ পড়ে রইলেন ঘরেই
এদিকে করোনা সংক্রমণ রুখতে এদিন নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শপিং মল, বার, রেস্তোরাঁ, সিনেমা হল, জিম, স্পা, সুইমিং পুল। নির্দিষ্ট সময় মেনে বসবে বাজার। শুক্রবার সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। ভোট মিটতেই শুক্রবার থেকে শুরু কড়াকড়ি।