বাগে আসছে না উত্তর ২৪ পরগনার সংক্রমণ, রাশ টানতে কড়া সিদ্ধান্ত দক্ষিণ দমদম পুরসভার

West Bengal Containment Zone: ১ জুলাই থেকে সপ্তাহে ৩ দিন দোকানপাট-সহ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পুরসভা।

বাগে আসছে না উত্তর ২৪ পরগনার সংক্রমণ, রাশ টানতে কড়া সিদ্ধান্ত দক্ষিণ দমদম পুরসভার
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 30, 2021 | 8:40 PM

কলকাতা: রাজ্যে বেশিরভাগ জায়গায় কমছে। কিন্তু উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় করোনা সংক্রমণ এখনও পুরোপুরি বাগে আসেনি। যে কারণে গোটা রাজ্য জুড়ে বিধিনিষেধ শিথিল হলেও সব জায়গায় তা করার উপায় নেই। বাড়তে থাকা সংক্রমণের কারণে এ বার আগামী ১ জুলাই থেকে সপ্তাহে ৩ দিন দোকানপাট-সহ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পুরসভা। সূত্রে খবর, সোম, বুধ ও শুক্রবার; এই ৩ দিন সমস্ত দোকান-বাজার বন্ধ রাখা হবে। পুরসভা সূত্রে খবর, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখ দক্ষিণ দমদম পুর এলাকায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখেন জেলাশাসক সুমিত গুপ্তা। এমনকী, পুরসভার প্রশাসক মণ্ডলীর সঙ্গে বৈঠকও করেন তিনি। ঘুরে দেখেন কন্টেনমেন্ট জোন এলাকা। পুরসভার ১৪৬ নম্বর জপুর রোড বর্তমানে কন্টেনমেন্ট জ়োনের আওতায় রয়েছে। এ ছাড়াও দমদম পার্ক এবং শ্যামনগর এলাকায় বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। বাজারে অতিরিক্ত ভিড়ের উপর রাশ টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর পুরসভা সূত্রে।

আরও পডুন: কত এসেছে, কতই বা খরচ হয়েছে? টিকা সঙ্কটের কারণ ব্যাখ্যা করে বিবৃতি স্বাস্থ্যভবনের

এই প্রসঙ্গে দক্ষিণ দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান পাঁচু রায় জানিয়েছেন, বাজারে অতিরিক্ত ভিড়ের কারণেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আর তেমনটাই জানিয়েছেন চিকিৎসকদের একাংশও। বিশেষ করে দমদম স্টেশন সংলগ্ন এলাকায় এবং নাগেরবাজারের পার্শ্ববর্তী বাজারে সাংঘাতিক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণেই এই কড়া সিদ্ধান্ত।

আরও পডুন: সহযোগিতা নয়, বিধানসভায় সংঘাতের ইঙ্গিত বিজেপির, সংশোধিত প্রস্তাবে রাজ্যপাল-কমিশন স্তুতি