West Bengal Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ
West Bengal Panchayat Elections 2023: বিজেপি নেতৃত্বের অভিযোগ, "তৃণমূল আর বোমা সমর্থক শব্দ। বাংলায় যেভাবে বোমা শিল্প চলছে, তাতে কিছু বলার নেই। আমরা অবশ্য স্বরূপনগরে এই প্রথম বোমা পড়তে দেখলাম।"
বসিরহাট: রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বসিরহাটের স্বরূপনগর-বাঙলানি গ্রাম পঞ্চায়েতের মালঙ্গপাড়া দাসপাড়া ১৭৬ নম্বর বুথের ঘটনা। বিজেপির গ্রাম সভার প্রার্থী বাসন্তী দাস এবারে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গভীর রাতে একদল দুষ্কৃতী গিয়ে তার বাড়ির সামনে বোমা মারে। পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্বরূপনগর থানার পুলিশ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, “তৃণমূল আর বোমা সমর্থক শব্দ। বাংলায় যেভাবে বোমা শিল্প চলছে, তাতে কিছু বলার নেই। আমরা অবশ্য স্বরূপনগরে এই প্রথম বোমা পড়তে দেখলাম।”
উত্তর ২৪ পরগণার এসসি-ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল বলেন, “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ওখানে দক্ষ সংগঠন রয়েছে তৃণমূলের। বিজেপি নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে এক পক্ষ টিকিট না পেয়ে তারাই বাড়িতে বোমা ফেলেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত না।” তাঁর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে এই ঘটনা ঘটেছে। যদিও এখনও পর্যন্ত স্বরূপনগর থানায় কোনও অভিযোগ জমা পড়েনি।