Titagarh shootout: টিটাগড়ে বাড়ির সামনে একের পর এক গুলি যুবককে, হাসপাতালে নিয়ে গিয়েও হল না শেষ রক্ষা
Titagarh shootout: রক্তাক্ত অবস্থায় হাসানকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের খাতাতেও নাম রয়েছে এই হাসানের। জেলেও ছিলেন। ২ মাস আগে তিনি ছাড়া পান বলে খবর।
টিটাগড়: সন্ধ্যায় গুলির আওয়াজে কেঁপে উঠল এলাকা। এলাকা দখলের লড়াইয়ে টিটাগড়ের অরুণপাড়ায় চলল গুলি। মৃত মহম্মদ হাসান নামে এক যুবক। সূত্রের খবর, এদিন বিকালে বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এদিন সন্ধ্য়া নামার মুখে বিকাল ৫টা নাগাদ নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন হাসান। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলির আওয়াজ শুনে এলাকার বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
রক্তাক্ত অবস্থায় হাসানকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের খাতাতেও নাম রয়েছে এই হাসানের। জেলেও ছিলেন। ২ মাস আগে তিনি ছাড়া পান বলে খবর। তারমধ্যেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। তবে টিটাগড়ে এই ঘটনা নতুন নয়। আগেও একাধিকবার এখানে শ্যুটআউটের ঘটনা দেখা গিয়েছে। দু’দিন আগেও গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। এলাকার দখল নিয়েই দুষ্কৃতীদের দুই দলের মধ্যে লড়াই চলে। বেশ কয়েকজনের মাথাও ফাটে।
এ ঘটনার সপ্তাহখানেক আগে এক আরও এক গোষ্ঠী সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মাথা ফাটে বলে জানা যায়। আরও একজনকে পিটিয়ে খুনের অভিযোগও উঠেছিল। এক সপ্তাহের মধ্যে পরপর দু’টি খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রশ্নের মুখে এলাকার আইন-শৃঙ্খলা ব্যবস্থা।