কৃষকদের ডাকা ভারত বনধকে সম্মান জানিয়ে রানিগঞ্জের সভা পিছলেন মুখ্যমন্ত্রী
রানিগঞ্জ: কৃষকদের ডাকা ভারত বনধের জন্য পিছিয়ে গেল রানিগঞ্জে (Ranigunj) মুখ্যমন্ত্রীর সরকারি সভা। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “বেলা ১ টার পরিবর্তে ৪ টায় শুরু হবে সভা। বেলা ৩ টে পর্যন্ত রয়েছে ভারত বনধ। তাই ৩ টের পর শুরু হবে সভার কাজ। এমনই বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।” মঙ্গলবার রানিগঞ্জে সরকারি সভায় ১১৮ টি সরকারি প্রকল্পের উদ্বোধন ও […]
রানিগঞ্জ: কৃষকদের ডাকা ভারত বনধের জন্য পিছিয়ে গেল রানিগঞ্জে (Ranigunj) মুখ্যমন্ত্রীর সরকারি সভা। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “বেলা ১ টার পরিবর্তে ৪ টায় শুরু হবে সভা। বেলা ৩ টে পর্যন্ত রয়েছে ভারত বনধ। তাই ৩ টের পর শুরু হবে সভার কাজ। এমনই বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।”
মঙ্গলবার রানিগঞ্জে সরকারি সভায় ১১৮ টি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রানিগঞ্জের সিয়ারসোল মাঠে বেলা একটা নাগাদ প্রশাসনিক সভা হওয়ার কথা ছিল। এর আগে নির্বাচনী জনসভা করলেও প্রথমবার এখানে প্রশাসনিক সভা করতে চলেছেন তিনি। প্রশাসনিক সভা থেকেই দু’দশক ধরে নানা টালবাহানায় পড়ে থাকা রানিগঞ্জ কয়লা খনি পুনর্বাসন প্রকল্পের আবাসনের সাড়ে ৩ হাজার বেশি পরিবারের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেবেন। যা অত্যন্ত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
এছাড়াও জমির বদলে জমি পেতে চলেছেন অন্ডাল বিমান উপনগরীর জন্য জমি হারানো চাষিরাও। নানা জটিলতায় এটিও ১২ বছর আটকে ছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রথম পর্যায়ে ৩ হাজার ৫৬২ জন ফ্ল্যাটের চাবি পাবেন। মঞ্চ থেকে পাঁচজনকে চাবি দেওয়া হবে। পরবর্তী পর্যায়েও বাকি ফ্ল্যাটগুলি দ্রুততার সঙ্গে বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে।
এছাড়াও আসানসোল ও দুর্গাপুরে দুটি সার্কিট হাউসের উদ্বোধন হবে। উদ্বোধন হবে আসানসোল কফি হাউসের। বহু রাস্তা, পানীয় জল প্রকল্প ও সরকারি নির্মাণ কাজের শিলান্যাস ও উদ্বোধন হবে এদিন। যে মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী তার পাশেই গড়ে তোলা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। হেলকপ্টার ট্রায়ালও হয়েছে। এখনও পর্যন্ত যা স্থির রয়েছে রানিগঞ্জে প্রশাসনিক সভা করে তিনি দুর্গাপুরে যাবেন। সেখানে নবনির্মিত সার্কিট হাউসে রাত্রিযাপন করে বুধবার জেলা থেকে রওনা দেবেন।
আরও পড়ুন- মৃত বিজেপি কর্মী না পথচারী! প্রশ্ন গৌতমের, অরূপ বললেন, চোখে ঠুলি পড়েছে ওদের
দিল্লিতে কৃষকদের আন্দোলন ও ভারত বনধের সমর্থনে সোমবার অভিনব মিছিল করলেন শিখ ও পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষ। সেন্ট্রাল গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি ও আসানসোল এবং বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে ট্রাক্টর ও কৃষিকাজে যুক্ত যন্ত্রপাতি নিয়ে বিশাল মিছিল হয়। আন্দোলনকারীরা জানান, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের সরকার এবং ক্ষমতাসীন দল এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। সব সদস্যদের বলেছি যাদের কোনোও রকম ব্যবসা দোকান কিছু আছে তারা মঙ্গলবার সেগুলি বন্ধ রেখে ভারত বনধকে সমর্থন করুন। কিন্তু আসানসোল-সহ এ রাজ্যে জোর করে কোন বনধ হবে না বলে জানিয়ে দেন তাঁরা। মুখ্যমন্ত্রীও কৃষকদের ভারত বনধের আন্দোলনকে সম্মান জানিয়ে সমর্থন করে নিজের সভার সময় ৩ ঘন্টা পিছিয়ে দিলেন।