Accident: ভিডিয়ো: মত কি কুয়ায় নিয়ন্ত্রণ হারালেন বাইকআরোহী, মেলায় গিয়ে আহত ১০

Salanpur: মেলায় মত কি কুয়ার শো চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দ্রুত গতিতে থাকা বাইকের চালক। হাত নাড়িয়ে দর্শকদের উদ্দেশে অভিবাদন জানাতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা।

Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 10:39 AM

আসানসোল: পশ্চিম বর্ধমানের সালানপুরে বসেছে মুক্তাই চণ্ডীমেলা। সেই মেলা উপলক্ষে সেখানে এসেছে মনোরঞ্জনের বিভিন্ন খেলা। সে রকমই ‘মত কি কুয়া’ এসেছে ওই মেলায়। এই মত কি কুয়ায় বাইকআরোহীরা একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে বাইক নিয়ে বিভিন্ন কসরত করে থাকেন। বাইকের খেলা দেখানোর সময়ই এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। নিয়ন্ত্রণ হারানোয় চলন্ত বাইক ছিটকে গিয়ে পড়ে দর্শকদের উপর। এর জেরে বেশ কয়েক জন দর্শক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত ১০ জনের মধ্যে ৯ জনই দর্শক। অপর জন নিয়ন্ত্রণ হারানো মোটরবাইকের চালক। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে রবিবার সন্ধ্যার এই দুর্ঘটনার জেরে কারও মৃত্যু হয়নি।

সালানপুর ব্লকের অন্যতম বড় মেলা হচ্ছে মুক্তাইচন্ডী মেলা। সেই মেলায় রবিবার রাতের দিকে মত কি কুয়ায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও কমিটির উদ্যোগে আহতদের দ্রুত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। ৬ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গুরুতর আহত চার জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার ছুটির দিনে মেলা প্রাঙ্গণে প্রচুর ভিড় জমেছিল। মেলায় মত কি কুয়ার শো চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দ্রুত গতিতে থাকা বাইকের চালক। হাত নাড়িয়ে দর্শকদের উদ্দেশে অভিবাদন জানাতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। উপর থেকে বাইক থেকে ছিটকে মতকি কুয়ার মধ্যে পড়ে যান চালক। দ্রুতগতিতে থাকা মোটর সাইকেলটি আছড়ে পড়ে দর্শকদের মধ্যে। এর জেরে আহত হন এক মহিলা ও শিশু সহ মোট ১০ জন। এই ঘটনার পর হুড়োহুড়ি পড়ে যায়। মেলা ছেড়ে পালাতে থাকে মানুষ জন। তবে পুলিশ ও মেলার উদ্যোক্তরা তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সঙ্গে সঙ্গে বড় নাগর দোলনা ও মত কি কুয়া শো বন্ধ করা হয়। তবে মেলা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।