Asansol: বান্ধবীকে নিয়ে রাতভর হোটেলে, আসানসোলে উদ্ধার ফার্স্ট ইয়ারের ছাত্রের গুলিবিদ্ধ দেহ

Asansol: মৃত যুবকের নাম রোহন প্রসাদ রাম। কুলটি কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল রোহন প্রসাদ। নিয়ামতপুর চক্রবর্তী পাড়ায় ভাড়া থাকতেন। বাড়িতে আছে বাবা-মা। রয়েছে ভাই। এদিন বিকাল তিনটে নাগাদ হোটেলের ঘরের দরজা ভেঙে যুবকের দেহ উদ্ধার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

Asansol: বান্ধবীকে নিয়ে রাতভর হোটেলে, আসানসোলে উদ্ধার ফার্স্ট ইয়ারের ছাত্রের গুলিবিদ্ধ দেহ
উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2024 | 9:44 PM

আসানসোল: বান্ধবীকে নিয়ে হোটেলে ঢুকেছিল। সারারাতের বুকিং। রাতে বান্ধবী বের হলেও আর বের হতে দেখা যায়নি ২১ বছরের ছেলেটাকে। মঙ্গলবার আসানসোল শহরের জিটি রোডের কুমারপুরের ওই হোটেলের ৩০৬ নম্বর ঘর থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। তাতেই শোরগোল। কেউ বলছেন, আত্মহত্যা, কেউ বলছেন খুন। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই ওই হোটেলে বেআইনি কাজ চলছিল। বারবার বলার পরেও তা বন্ধ করা যায়নি। বাইরে থেকে অনেক যুবক যুবতী আসেন। অশালীন কাজ করেন। অবিলম্বে ওই হোটেল বন্ধেরও দাবি উঠেছে। 

মৃত যুবকের নাম রোহন প্রসাদ রাম। কুলটি কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল রোহন প্রসাদ। নিয়ামতপুর চক্রবর্তী পাড়ায় ভাড়া থাকতেন। বাড়িতে আছে বাবা-মা। রয়েছে ভাই। এদিন বিকাল তিনটে নাগাদ হোটেলের ঘরের দরজা ভেঙে যুবকের দেহ উদ্ধার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এদিকে  আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই হোটেল। সেখানে এই ঘটনায় জোর শোরগোল এলাকায়। হোটেলের দরজা ভাঙতেই পুলিশ কর্মীরা দেখেন রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছেন ওই যুবক। কপালের ঠিক মাঝখানে ক্ষত চিহ্ন। আসানসোল জেলা হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা জানিয়ে দেন আর দেহে প্রাণ নেই। খবর পাওয়ার পরেই ওই হোটেলে আসেন দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতরের আধিকারিকেরা। 

মৃত যুবকের ভাই উত্তম প্রসাদ রাম অবশ্য বলছেন, দাদাকে খুন করা হয়েছে। সোমবার কলেজ থেকে বাড়ি ফিরে আসেনি। খোঁজ খবর নিয়ে সে জানতে পারি মনোজ সিনেমা হলের কাছে ওই হোটেলে তার ভাই আছে। রাত পর্যন্ত সঙ্গে একটা মেয়ে ছিল। মঙ্গলবার খবর পেয়ে যখন হোটেলে যাই তখন দেখি ও গুলিবিদ্ধ। বাম হাতে পাইপ গান। আত্মহত্যা করলে বাম হাতে কেন বন্দুক থাকবে? কেন মাথার মাঝখানে গুলি করবে? এক পুলিশ আধিকারিক বলছেন, কপালে গুলি লাগাতেই ওই যুবক মারা গিয়েছেন। ওর সঙ্গে থাকা মেয়েটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।