Asansol: যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, হোটেলে এল ফরেনসিক টিম
Asansol: মঙ্গলবার বিকেল চারটে নাগাদ আসানসোলের জিটি রোডের কুমারপুরে মনোজ সিনেমা হল সংলগ্ন একটি হোটেলের রুম থেকে থেকে নিয়ামতপুর চক্রবর্তী পাড়ার বাসিন্দা প্রথম বর্ষের কলেজ পড়ুয়া রোহন প্রসাদ রাম (২১) নামে ওই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছিল।
আসানসোল : আসানসোলে হোটেলের রুমে গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার। খুনের অভিযোগ তুলে সঠিক বিচারের দাবিতে কুলটি থানার নিয়ামতপুরে জিটি রোড অবরোধ করলেন যুবকের পরিবারের সদস্য, প্রতিবেশী ও এলাকার বাসিন্দারা। বুধবার বিকেল সাড়ে চারটে থেকে আসানসোল বরাকর রোডে জিটি রোডের নিয়ামতপুর চৌমাথা মোড়ে হওয়া এই অবরোধের জেরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় আসে কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির বিশাল বাহিনী। ঘণ্টা দুয়েক ধরে অবরোধ চলতে থাকায় পুলিশ লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলন। অবরোধ মুক্ত হয় রাস্তা।
অন্যদিকে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান, মৃত যুবক রোহন প্রসাদ রামের পরিবারের তরফে এই ঘটনা নিয়ে থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশের তরফে একটি মামলা করে তদন্ত শুরু করা হয়েছে। এদিন ওই হোটেলে ফরেনসিক টিমের সদস্যরা যান। যে রুম থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তারা তা পরীক্ষা করে নমুনা সংগ্রহ করেছেন। তিনি আরও জানান, সব কিছু খতিয়ে দেখার পাশাপাশি বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে।
এদিকে, আসানসোলের এই গুলিকাণ্ডে আসানসোল দক্ষিণ থানার পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি বা গোয়েন্দা দফতর। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ এই হোটেলে আসে দুর্গাপুরের ফরেনসিক ( আরএফএসএল) টিম। তারা এই ঘটনার তদন্তে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে সবকিছু পরীক্ষা করে দেখেন।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ আসানসোলের জিটি রোডের কুমারপুরে মনোজ সিনেমা হল সংলগ্ন একটি হোটেলের রুম থেকে থেকে নিয়ামতপুর চক্রবর্তী পাড়ার বাসিন্দা প্রথম বর্ষের কলেজ পড়ুয়া রোহন প্রসাদ রাম (২১) নামে ওই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছিল। তার কপালের ঠিক মাঝখানে একটা ক্ষতচিহ্ন পাওয়া যায়। বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। তাতে একটি রিভলভারের গুলি যুবকের মাথার পেছন থেকে পাওয়া যায়। সেইগুলি পুলিশ জেলা হাসপাতালের মর্গ থেকে সিজ করেছে। মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করার সময় যুবকের কাছ থেকে একটি রিভলভারও পায়। সেটিকেও পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই রিভলভার ও গুলি পরীক্ষা করা হবে।