Aadhar Card: আধার বাতিল! খবর হতেই ফর্ম ফিলাপের জন্য ডেকে পাঠাল কলেজ কর্তৃপক্ষ

Aadhar Card: কাঁকসার বনকাটি পঞ্চায়েতের ১১ মাইল এলাকার বাসিন্দা পড়ুায়া আশা বিশ্বাসের কয়েক মাস পরেই পরীক্ষা। দিনকয়েক আগে ফর্ম ফিল আপ করতে যান আশা। আধার কার্ডের নম্বর দিয়ে পরীক্ষার ফর্ম ফিলআপ করতে গিয়ে জানতে পারেন তাঁর আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে।

Aadhar Card: আধার বাতিল! খবর হতেই ফর্ম ফিলাপের জন্য ডেকে পাঠাল কলেজ কর্তৃপক্ষ
ছাত্রীকে ফর্ম করতে ডাকল কলেজImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2024 | 2:08 PM

 দুর্গাপুর: আধার বাতিল! স্নাতক পড়ুয়ার পরীক্ষায় বসার ফর্ম ফিলআপ হয়নি। TV9 বাংলায়  খবর সম্প্রচারের পরে ফর্ম ফিলআপের জন্য ডেকে পাঠাল কলেজ কর্তৃপক্ষ। বীরভূমের সিউড়ির সরকারি সভা থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আধার কার্ড বাতিলের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একধাপ এগিয়ে বিকল্প পরিচয়পত্র দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। পূর্ব বর্ধমানের জামালপুরে বেশ কয়েকজন বাসিন্দার আধার বাতিলের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর একে একে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের খবর আসতে থাকে। উদ্বিগ্ন হয়ে পড়ে প্রশাসন। আধার কার্ড বাতিলের জেরে অনিশ্চয়তার মুখে ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া। এই খবর সম্প্রসারণ করেছিল TV9 বাংলা।

কাঁকসার বনকাটি পঞ্চায়েতের ১১ মাইল এলাকার বাসিন্দা পড়ুায়া আশা বিশ্বাসের কয়েক মাস পরেই পরীক্ষা। দিনকয়েক আগে ফর্ম ফিল আপ করতে যান আশা। আধার কার্ডের নম্বর দিয়ে পরীক্ষার ফর্ম ফিলআপ করতে গিয়ে জানতে পারেন তাঁর আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে।

শনিবার ডাক বিভাগের মাধ্যমে বাবা ও মায়ের সঙ্গে আশার আধার কার্ড বাতিলের একটি চিঠিও হাতে আসে বাড়িতে । জানা গিয়েছে, বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১ জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে। আধার বাতিল হওয়ায় আতান্তরে পড়েছে আশা ও তাঁর পরিবার। তবে সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচারের পরেই আশার আলো দেখতে শুরু করেছেন তাঁরা।

বিজেপির মণ্ডল সভাপতি রাজীব রায় জানিয়েছেন,  শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন চব্বিশ ঘণ্টার মধ্যে আধার সমস্যা মিটে যাবে । আশার পরীক্ষা দিতে যাতে সমস্যা না হয় চেষ্টা করবে বিজেপি বলেও জানান তিনি। আশ্বাস দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ সুকান্ত মজুমদারও।