Durgapur: মৃত্যুর পর প্রৌঢ়ের শরীর বদলে গেল প্রৌঢ়ায়! হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ডের পর্দাফাঁস

Durgapur: কয়েকদিন আগে দুর্গাপুরের বেনাচিতির ৭১ বছরের প্রৌঢ় নৃপেন্দ্রনাথ শ্যাম ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। দু'দিন আগে দুর্গাপুরের সগড়ভাঙার দেশবন্ধু নগরের কনক মজুমদারও ভর্তি হয় ওই বেসরকারি হাসপাতালে।

Durgapur: মৃত্যুর পর প্রৌঢ়ের শরীর বদলে গেল প্রৌঢ়ায়! হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ডের পর্দাফাঁস
দুর্গাপুরে ভয়ঙ্কর ঘটনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2024 | 2:51 PM

দুর্গাপুর: প্রৌঢ়ের মৃতদেহের বদলে গেল প্রৌঢ়ার মৃতদেহ! চূড়ান্ত গাফিলতির অভিযোগ দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ফুলের মালায় সেজেছে স্বর্গরথ, প্রস্তুত সৎকারের সমস্ত উপকরণ, রয়েছে ধূপকাঠি, চন্দন। তখনই নজরে পড়ে এ তো কোনও মহিলার দেহ! থমকে গেলেন পরিবার-পরিজন-এলাকাবাসীরা। বিস্ময়কর ঘটনা দুর্গাপুরের বেনাচিতি এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে দুর্গাপুরের বেনাচিতির ৭১ বছরের প্রৌঢ় নৃপেন্দ্রনাথ শ্যাম ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। দু’দিন আগে দুর্গাপুরের সগড়ভাঙার দেশবন্ধু নগরের কনক মজুমদারও ভর্তি হয় ওই বেসরকারি হাসপাতালে। বুধবার রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় দুজনেরই। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে বেনাচিতির মৃত নৃপেন্দ্রনাথ শ্যামের দেহ নিয়ে যায় পরিবার-পরিজনের। পাড়ার ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। তখনই মৃতদেহের মুখ ভাল করে দেখতেই চোখ কপালে ওঠে পরিবার-পরিজনের ও এলাকাবাসীর।

পরিবারের দাবি, নৃপেন্দ্রনাথ বাবুর দেহের বদলে এক মহিলার মৃতদেহ রয়েছে। স্বর্গরথে করেই হাসপাতালে সেই মৃতদেহ নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অন্যদিকে মৃতা প্রৌঢ়া কনক মজুমদারের পরিবারের লোকজন সেই কথা জানতে পেরে হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন।

মৃতা কনক মজুমদারের আত্মীয় রানু পান জানান,   বুধবার রাতে তাঁর পিসির মৃত্যু হয়  এই হাসপাতালে। বৃহস্পতিবার সকাল থেকে দেহ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। তারই মধ্যে খবর পান পিসির দেহ বদলে গিয়েছে। এক প্রৌঢ়ের মৃতদেহের জায়গায় তাঁর পিসির মৃতদেহ চলে গিয়েছে। হাসপাতালে চূড়ান্ত গাফিলতি ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না বলেও অভিযোগ তোলেন তিনি ।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগ স্বীকার করে হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায় জানান মৃতদেহ শনাক্ত করতে ভুল হয়েছিল। মর্গের দায়িত্ব থাকা কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজরদারি বাড়াবেন বলেও জানান তিনি।