জন্মদিনেই দিন ফুরলো কিশোরের, নেপথ্যে মোবাইল ফোন!

Accident: স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে নিজের বন্ধুদের সঙ্গে রণডিহা বাঁধে ঘুরতে আসে সায়ন। সেইসময়, নদীর ধারে বাঁধের ঢালু অংশে পড়ে যায় সায়নের মোবাইল ফোনটি।

জন্মদিনেই দিন ফুরলো কিশোরের, নেপথ্যে মোবাইল ফোন!
মৃত সায়ন কীর্তনিয়া, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 7:05 PM

দুর্গাপুর: মাত্র ষোল বছর! ষোল বছরে পা দিয়েছিল কিশোরটি। একদিনও কাটল না। তার আগেই মর্মান্তিক মৃত্য় হল তার। জন্মদিনের উপহার পাওয়া মোবাইল ফোনটি বাঁচাতে গিয়ে বুদবুদের রণডিহা বাঁধে দামোদর গর্ভে ‘বুদবুদ’ (Dead) হয়ে গেল সায়ন কীর্তনিয়া! জানা গিয়েছে, মৃতের বাড়ি কাঁকসায়।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে নিজের বন্ধুদের সঙ্গে রণডিহা বাঁধে ঘুরতে আসে সায়ন। সেইসময়, নদীর ধারে বাঁধের ঢালু অংশে পড়ে যায় সায়নের মোবাইল ফোনটি। ফোন বাঁচাতে ওই ঢালু জায়গায় নামে সায়ন। কিন্তু টাল সামলাতে না পেরে জলে তলিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “ছেলেগুলো একসঙ্গে বসেছিল। ওদের একজনের হাতে মোবাইল ফোন ছিল। ফোনটা পড়ে যায়। আমরা কিছু বলার আগেই দেখি, ফোন বাঁচাতে ছুটেছে ছেলেটি। ওই ঢালু জায়গা বেয়েই নামতে শুরু করে। তারপরেই টাল সামলাতে না পেরে পা পিছলে পড়ে যায়। আমরা পৌঁছবার আগই সব শেষ।”

ঘটনাস্থলে উপস্থিত সায়নের বন্ধু অর্ঘ্য ঘোষ নামের বছর সতেরোর কিশোরর জবানিতে, “আজ সায়নের জন্মদিন ছিল। তাই আমরা বেড়াতে এসেছিলাম। জন্মদিনেই মোবাইল ফোন গিফট পেয়েছিল সায়ন। আমরা ফেরার সময় আমি একটু আগে এসে স্কুটি বের করছিলাম, সায়ন পিছনে আসছিল। হঠাৎ শুনলাম, ‘ডুবে গেল ডুবে গেল’  বলে চিৎকার। ছুটে এসে দেখতে গিয়ে দেখি ততক্ষণে জলেক তলায় চলে গিয়েছে ও।” খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে সায়নের পরিবারকেও। মৃতদেহের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: Malda Murder: শেষ মুহূর্তে ছেলের হাত থেকে বাঁচতে চেয়েছিলেন আসিফের মা-বাবা? নয়া তথ্য পোস্টমর্টেমে