Road Accident: অসুস্থ বাবাকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফিরছিল ছেলে, পথেই ঘটে গেল সর্বনাশ!

Asansol: আসানসোলের কালীপাহাড়ি মোড়ে দুই নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনাগ্রস্ত হয়।

Road Accident: অসুস্থ বাবাকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফিরছিল ছেলে, পথেই ঘটে গেল সর্বনাশ!
পথদুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 9:43 AM

আসানসোল: পথদুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। পথেই প্রাণ গেল আশঙ্কাজনক এক রোগীর। আসানসোলের কুলটি সীতারামপুরের ওই বাসিন্দা কলকাতা থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন। ভেন্টিলেশন সাপোর্ট সম্বলিত ওই অ্যাম্বুলেন্সে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। আসানসোলের কালীপাহাড়ি মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। মৃত্যু হয় ভেন্টিলেশনে থাকা রোগীর।

জানা গিয়েছে, নিহত ওই রোগীর নাম রামকৃষ্ণ শর্মা। তাঁর বাড়ি কুলটির সীতারামপুরে। কলকাতা থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আসানসোলের কালীপাহাড়ি মোড়ে দুই নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনাগ্রস্ত হয়। দুই নম্বর জাতীয় সড়কের কালীপাহাড়ি মোড়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়।

ভয়ঙ্কর আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়রা। সবাইকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, ভেন্টিলেশনে থাকা ওই রোগীকে বাঁচানো যায়নি। রামকৃষ্ণ শর্মার সঙ্গে ছিলেন তাঁর ছেলে মণীশ শর্মাও। তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যান।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে জেলা হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স বর্ধমান মেডিকেল কলেজ থেকে ফেরার পথে দুই নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছিল। ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ওই অ্যাম্বুলেন্সটিতে রোগী না থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছিল। তবে এবার অ্যাম্বুলেন্সে রোগী থাকায় চরম ঘটনা ঘটে যায়।

গত কয়েকদিনে একাধিক ভয়ঙ্কর পথদুর্ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। চলতি মাসের শুরুতেই দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেকারের পিছনে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। সেই ঘটনায় দুই বাইক আরোহী-সহ জখম হন মোট দশ জন।

১৯ নম্বর জাতীয় সড়কে ভিরিঙ্গি মোড়ে বর্ধমানের দিক থেকে আসানসোল যাওয়ার যে লেন, সেখানে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রেকার আসছিল। হঠাৎই পিছন থেকে ছুটে আসা একটি ট্রাক আচমকাই ওই ট্রেকারটিকে ধাক্কা মারে। স্থানীয়দের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে। ট্রেকারে সওয়ার আট যাত্রী ও দুই বাইক আরোহী এই দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ।

আরও পড়ুন: KMC Election Result 2021 LIVE Counting: গণনার শুরুতেই ঘাসফুলের দোলা! ফিরহাদ, অতীন, দেবাশিস কুমার এগিয়ে, পিছিয়ে নেই বিজেপির মীনাদেবীও