Coal Scam: কয়লা কাণ্ডে ধৃত বিকাশ মিশ্র ভর্তি এসএসকেএম-এ, নাকচ হল জামিন, ফের বাড়ল গ্রেফতারির মেয়াদ

Coal Scam and Bikash Mishra: কয়লা পাচার মামলায় ধৃত বিকাশ মিশ্রকে বুধবারও আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা গেল না। তিনি ভর্তি কলকাতার এসএসকেএম হাসপাতালে।

Coal Scam: কয়লা কাণ্ডে ধৃত বিকাশ মিশ্র ভর্তি এসএসকেএম-এ, নাকচ হল জামিন, ফের বাড়ল গ্রেফতারির মেয়াদ
বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা নিয়ে তৎপর সিবিআই (ফাইল ছবি)।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 9:27 PM

আসানসোল: কয়লা পাচার মামলায় ধৃত বিকাশ মিশ্রকে বুধবারও আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা গেল না। তিনি ভর্তি কলকাতার এসএসকেএম হাসপাতালে। সশরীরে আদজালতে হাজির না থাকায় আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

গত ১৩ ডিসেম্বর সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন বুধবার, ২২ ডিসেম্বর বিকাশকে হাজির করতে হবে কোর্টে। কিন্তু এদিন আসানসোল জেলের তরফে আদালতে জানানো হয়, বিকাশ মিশ্রের শরীর এখনও খারাপ। সেই কারণে তিনি কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিন তার অনুপস্থিতিতে আইনজীবী সোমনাথ চট্টরাজ শারীরিক অবস্থার কথা বলে বিকাশের জামিনের আবেদন করেন। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার বিকাশের জামিনের বিরোধিতা করে আবেদন করেন, কয়লা কাণ্ডে ধৃতকে কল্যাণী এইমস বা দিল্লি এইমস নিয়ে গিয়ে মেডিকেল বোর্ড করে অসুস্থতা পরীক্ষা করা হোক।

দু’পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শেষে বিচারক, বিকাশ মিশ্রের জামিন ফের নাকচ করে দেন। একইসঙ্গে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পরে আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, সিবিআইয়ের আবেদনে আদালত এদিন কোন রায় দেয়নি। তবে বিচারক বিকাশের সব মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে সিবিআইকে নির্দেশ দেন। আগামী ৫ জানুয়ারি আবার বিকাশ মিশ্রকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, এর আগে ডিসেম্বরের প্রথম দিকে আসানসোলের সিজেএম আদালতের বিচারক, বিকাশ মিশ্রের দু দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেইমতো পরে বিকাশকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে হাজির করানোর কথা ছিল। কিন্তু, বিকাশ মিশ্র আসানসোল জেল থেকে অসুস্থ অবস্থায় প্রথমে আসানসোল জেলা হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে স্থানান্তর করা হয় কলকাতার এসএসকেএমে। তখন থেকেই সেখানেই ভর্তি রয়েছেন তিনি।

কিন্তু আদৌ কি অসুস্থ বিকাশ মিশ্র? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, সিবিআই হেফজত থেকে বাঁচার জন্যই শারীরিক অসুস্থতাকে ঢাল করেছেন বিকাশ। সূত্রের খবর, বিকাশের অসুস্থতা নিয়ে, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ইতিমধ্যেই একদফা ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছেন সিবিআই গোয়েন্দারা। এদিকে বিকাশ মিশ্রর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সিবিআইকে দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বিকাশের হেপাটাইটিস বি হয়েছে। তাঁর আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে। আসানসোল জেলা হাসপাতাল জানিয়েছে, বিকাশ পেটে ব্যাথা নিয়ে এসেছিলেন। পাকস্থলীতে ব্যথা। বর্ধমান জেলা হাসপাতালও জানিয়েছে, তার পেটে ব্যথা ছিল। আসানসোল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেলে আসার পর থেকেই পেটে ব্যথায় ভুগছিলেন বিকাশ। তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: Crime: ফ্রি ফায়ার গেমে তীব্র আসক্তি, বরের বকুনিতে আত্মঘাতী অষ্টাদশী বউ!

আরও পড়ুন: KMC Election Result 2021: ‘কলকাতা পুরভোট হয়নি, হয়নি, হয়নি…’ নির্বাচন নিয়ে প্রশ্ন করতেই খাপ্পা শুভেন্দু!