Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে ৭ ইসিএল কর্মীকে আদালতে পেশ
Coal Scam Case: কয়লা পাচার মামলার তদন্তে এবার সিবিআই জালে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের প্রাক্তন ও বর্তমান জিএম-সহ ৭ আধিকারিক।
আসানসোল: আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে কয়লাপাচারকাণ্ডে প্রত্যক্ষ মদতে অভিযুক্ত বর্তমান ও প্রাক্তন ৭-ইসিএল আধিকারিককে। কলকাতা নিজাম প্যালেস থেকে তাঁদের ৫ টি ইনোভা গাড়িতে সড়ক পথে আনা হয়। বেলা ১২ টা ৪০ নাগাদ বিশেষ সিবিআই আদালতে তোলা হয়।
ধৃতরা হলেন ইসিএল-এর বর্তমান জিএম এস সি মিত্র ইসিএল-এর প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায় ইসিএল-এর প্রাক্তন জিএম অভিজিৎ মল্লিক ইসিএল-এর প্রাক্তন জিএম তন্ময় দাস ইসিএল-এর সিকিউরিটি ম্যানেজার মুকেশ কুমার ইসিএল-এর সিকিউরিটি ইনস্পেক্টর রিঙ্কু বেহরা ইসিএল-এর অপর সিকিউরিটি ইনস্পেক্টর দেবাশিস মুখোপাধ্যায়
কয়লা পাচার মামলার তদন্তে এবার সিবিআই জালে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের প্রাক্তন ও বর্তমান জিএম-সহ ৭ আধিকারিক। বুধবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআয়ের আর্থিক তছরূপ দমন শাখার অফিসে রাত পর্যন্ত সাত ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়। তারপর ওই ৭ জনকে গ্রেফতার করা হয়। এর আগে এই মামলায় বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র-সহ চার কয়লা মাফিয়াকে গ্রেফতার করা হয়েছিল। এই মামলাতেই টাকা পাচারের অভিযোগে আলাদা করে তদন্ত করছিল আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি।
ইতিমধ্যেই দুই কয়লা মাফিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে কয়লা কারবারিরা গ্রেফতার হলেও ইসিএলের কোনও কর্তা গ্রেফতার হয়নি। ওই ৭ ইসিএল আধিকারিককে দুই তদন্তকারী সংস্থার অফিসে ও বাড়িতে তল্লাশি করা হয়। জেরা করা হলেও তাদেরকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ।