Coal Scam: রত্নেশের জেল হেফাজত, আদালতে লালার স্টেটাস জানতে চাইলেন বিচারক
Coal Scam: গোয়েন্দা সংস্থার দাবি, অনুপ মাজি ওরফে লালার কয়লা কারবারে রত্নেশ ট্রান্সপোর্টার হিসেবে কাজ করতেন, লিঙ্কম্যান হিসেবেও কাজ করতেন বলে দাবি করা হয়েছে।
আসানসোল: ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল কয়লা কাণ্ডে অভিযুক্ত রত্নেশ ভার্মাকে। লালা ওরফে অনুপ মাজি ঘনিষ্ঠ রত্নেশকে সোমবার সিবিআই আদালতে পেশ করা হয়। তবে এদিন তাঁর জামিনের আবেদন করেননি আইনজীবী। যেহেতু জামিনের আবেদন করা হয়নি তাই সওয়াল-জবাবও হয়নি। তবে সিবিআই-এর পক্ষ থেকে আরও বেশ কিছু নথি এবং তথ্য বিচারকের কাছে জমা দেওয়া হয় এদিন। রত্নেশের বিরুদ্ধে কয়লা কাণ্ডের সঙ্গে যুক্ত প্রচুর তথ্য রয়েছে বলে দাবি করেছে সিবিআই।
গোয়েন্দা সংস্থার দাবি, অনুপ মাজি ওরফে লালার কয়লা কারবারে রত্নেশ ট্রান্সপোর্টার হিসেবে কাজ করতেন, লিঙ্কম্যান হিসেবেও কাজ করতেন বলে দাবি করা হয়েছে। তবে এদিন এজলাসে উঠে আসে লালার প্রসঙ্গ। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআই-এর কাছে সুপ্রিম কোর্টে লালার সুরক্ষা কবজের বর্তমান স্টেটাস কী, তা জানতে চান। লালার সুরক্ষা কবজ নিয়ে সিবিআই-এর তরফে কোনও আপত্তি জানানো হয়েছিল কি না, তাও জানতে চান বিচারপতি। সিবিআই-এর আইনজীবী জানান লালার সুপ্রিম কোর্টে সুরক্ষা কবজ আর মাত্র সাতদিন আছে।
জানা গিয়েছে, কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার বিরুদ্ধে সিবিআই-এর করা মামলার সঙ্গে আরও ৯ টি নতুন মামলা যুক্ত হয়েছে। এর আগে কয়লা পাচার মামলায় রত্নেশ ভার্মা ও বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করেছিল আদালত। ২০১৯ ও ২০২০ সালে পরপর দুবার পরোয়ানা জারি হয়। বেশ কিছুদিন ধরেই রত্নেশের খোঁজ চালাচ্ছিল সিবিআই। গত ৩১ জানুয়ারি খানিকটা অপ্রত্যাশিত ভাবেই সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন রত্নেশ ভার্মা।
কয়লা-কাণ্ডে বিনয় মিশ্রকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রথমবার এই মামলা সামনে আসে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নাম সামনে এসেছে এই মামলায়। অনুপ মাজি ছাড়া বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকেও গ্রেফতার করে সিবিআই।