Durgapur: কড়াই থেকে ছিটকে পড়ে ফুলকপি, ক্ষতবিক্ষত-রক্তাক্ত রাঁধুনিরা, ক্যাটারিংয়ের দোকানে ভয়ঙ্করকাণ্ড
Durgapur: ভিতর থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হন পাঁচ জন। ক্যাটারিং ব্যবসায়ীর গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার সুকুমার নগর এলাকায়। আহত পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর: বেলা ১১.২০ মিনিট নাগাদ। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠে স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন, এই শব্দের উৎস ক্যাটারিংয়ের ব্যবসায়ীর বাড়ি। কাছে যেতেই শিউরে ওঠেন। ব্যবসায়ীর গোডাউনের ছাদ ভেঙে পড়েছে। ভিতর থেকে ভেসে আসছিল গোঙানির শব্দ। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্য শুরু করেন। ভিতর থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হন পাঁচ জন। তাঁদের মধ্যে শম্ভু পোদ্দার বলে এক রাঁধুনির মৃত্যু হয়েছে। ক্যাটারিং ব্যবসায়ীর গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার সুকুমার নগর এলাকায়। আহত পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমল সরকার নামের ক্যাটারিং ব্যবসায়ির বাড়িতে চলছিল ওর্ডারের রান্না। তখনই নাকি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভেঙে পড়ে গোডাউনের ছাদ। দুমড়ে মুচড়ে যায় গোডাউনের দরজা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রান্নার সামগ্রী। রক্তাক্ত অবস্থায় ছিটকে গিয়ে পড়েন ক্যাটারিং মালিক ও তাঁর চার কর্মী।
পাঁচজনকেই দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। ক্যাটারিংয়ের রান্নার সময়েই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ নাকি অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ তদন্তকারীদের বক্তব্য, যদি গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটত, তাহলে ফাটা সিলিন্ডারের অংশ পাওয়া যেত। কিন্তু ঘটনাস্থলে সেই রকম কিছু পায়নি পুলিশ।
এই গোডাউনে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।