Anganwari: শিশুদের চাল চুরি করে পাচার? বরখাস্ত তৃণমূল কর্মী

Anganwari: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে রাঙামাটির ৪১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেশ কয়েক বস্তা চাল টোটোতে করে পাচার করা হচ্ছিল। টোটো চালকের কাছে বৈধ কাগজ দেখতে চান স্থানীয় বাসিন্দারা। টোটো চালক বৈধ কাগজ দেখাতে না পারায় বিক্ষোভ শুরু করে দেন এলাকাবাসী।

Anganwari: শিশুদের চাল চুরি করে পাচার? বরখাস্ত তৃণমূল কর্মী
কী কাণ্ড দুর্গাপুরেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 6:28 PM

দুর্গাপুর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বস্তা-বস্তা চাল চাল টোটো করে পাচারের অভিযোগ। ছোট-ছোট শিশুদের চাল চুরি এইভাবে? উঠছে প্রশ্ন। এ দিকে, পাচারের ছবি ধরা পড়তেই ব্যাপক উত্তেজনা এলাকায়। পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার রাঙামাটি এলাকার ঘটনা। পরিস্থিতি সামাল দিতে সেখানে এল দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ এবং অঙ্গনওয়াড়ি দফতরের আধিকারিক সহ এলাকার তৃণমূলের ব্লক সভাপতি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে রাঙামাটির ৪১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেশ কয়েক বস্তা চাল টোটোতে করে পাচার করা হচ্ছিল। টোটো চালকের কাছে বৈধ কাগজ দেখতে চান স্থানীয় বাসিন্দারা। টোটো চালক বৈধ কাগজ দেখাতে না পারায় বিক্ষোভ শুরু করে দেন এলাকাবাসী। খবর দেওয়া হয় ব্লকের অঙ্গনওয়াড়ি দফতরের আধিকারিকদের এবং খবর দেওয়া হয় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে যান ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায় ।

পুলিশ ঘটনাস্থল থেকে চাল ভর্তি টোটো সহ টোটো চালককে আটক করে নিয়ে যায়। যদিও অঙ্গনওয়াড়ির কর্মী অভিযুক্ত সুষমা রুইদাস জানিয়েছেন, “এই বস্তা ভর্তি চালগুলি লাউদোহায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখান থেকে বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়ে যাওয়া হত। স্থানীয়রা তার মাঝেই আটকে দেয়।” জেলা বিজেপি নেতা শ্রীদীপ চট্টোপাধ্যায় অভিযোগ করেন যিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে তিনিই তৃণমূলের সভানেত্রী। আর সেই সভানেত্রীর মদতেই হচ্ছিল এই চুরি। ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান, “এই ঘটনার সঙ্গে যদি কেউ তৃণমূলের জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” ব্লকের শিশু উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক সায়ন্তনী ঘোষ জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছেন। অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে চাল বেরিয়ে গিয়েছে। তারপরেই তারা ঘটনাস্থলে পৌঁছায়। কী ঘটনা ঘটেছিল পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।